কলকাতা: পায়ে পায়ে ২০২২ প্রায় শেষ। বাকি আর ১টা মাস। গোটা বছর ভরে রয়েছে মন খারাপ থেকে মন ভাল করা কত ঘটনায়। এইবছর বিনোদন দুনিয়া কিন্তু বেশ ঘটনাবহুল। কোনও দীর্ঘ প্রতিক্ষীত ছবি মুক্তি পেয়েছে, কোথাও আবার কোনও ঘটনায় চলেছে চরম বিতর্ক। এবিপি লাইভে দেখে নেওয়া যাক, হলিউড থেকে বলিউড, দেখে নেওয়া যাক গোটা বছরে নজর কাড়ল, বিতর্ক দানা বাঁধল, মন ভাল করল কোন কোন খবর?


 


অস্কারের মঞ্চে চড়


হলিউড-সহ আন্তর্জাতিক সিনেমার অন্যতম বড় মঞ্চ আকাদেমি পুরস্কারের মঞ্চে বিতর্কিত ঘটনা ঘটেছিল বছরের প্রথমেই। পুরস্কার নিে মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রকের গালে হঠাৎ চড় মারেন উইল স্মিথ। ঘটনায় বিস্মিত সকলেই। উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক। সকলের কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে। ক্রিস রক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তাঁর মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তাঁর চুল নেই। এই রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি চড় মারেন ক্রিস রককে। এমনকি তাঁকে গালিগালাজও করেছিলেন। এই ঘটনায় ১০ বছরের জন্য স্মিথকে অস্কারের মঞ্চ থেকে বরখাস্ত করা হয়।


 


'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নিয়ে বিতর্ক


সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bansali) পরিচালিত ও প্রযোজিত ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) ছবিটি মুক্তি পেয়েছিল ১৬ ফেব্রুয়ারি। মুখ্যভূমিকায় চিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। এই ছবিতে 'গাঙ্গুবাঈ' চরিত্রের জীবনকে পর্দায় তুলে ধরা হয়েছিল। গাঙ্গুবাঈকে ছবিতে দেখানো হয়েছিল একজন যৌনকর্মী হিসেবে। এই নিয় একাধিক বিতর্ক তৈরি হয়। গাঙ্গুবাঈ এর পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল, তিনি যৌনকর্মী ছিলেন না। সেই মামলা আদালত পর্যন্তও গড়ায়। আপত্তি ছিল 'কাথিয়াওয়াড়ি' শব্দ নিয়েও। অভিযোগ ছিল, এই নাম ছবিতে ব্যবহার করে 'কাথিয়াওয়াড়ি' সম্প্রদায়কে অপমান করা হচ্ছে। ছবিতে 'কামাঠিপুরা'-কে যৌনপল্লী হিসেবে দেখানোতেও আপত্তি ছিল। আবেদন করা হয়েছিল ছবির নাম বদলের জন্যও। কিন্তু সমস্ত আইনি সমস্যা পেরিয়ে মুক্তি পায় গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। বক্সঅফিসেও ভাল প্রভাব ফেলেছিল এই ছবি।


 


বিরুষ্কা কন্যা 'ভামিকা'-র ছবি ভাইরাল


তাঁদের মেয়ের মতামত প্রকাশের বয়স না হলে, মেয়ের ছবি প্রকাশ করবেন না। এই কথা খুদে ভামিকার জন্মের পরেই জানিয়ে দিয়েছিলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। কিন্তু বছরের প্রথমেই একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন প্রকাশ হয়ে যায় ভামিকার ছবি। কী করে? কেপ টাউনে চলছে ওয়ান ডে সিরিজের (One Day Series) তৃতীয় ম্যাচ চলছিল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ম্যাচ দেখতে মেয়ে ভামিকাকে (Vamika) নিয়ে স্ট্যান্ডে হাজির ছিলেন বলিউড তারকা অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) অর্ধশতরান করতেই ক্যামেরার ফোকাস ঘোরে একরত্তি ভামিকার দিকে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিরুষ্কার সন্তান ভামিকার প্রথম ছবি। বিরাটের অর্ধশতরান দেখে উচ্ছ্বসিত অনুষ্কাকে দেখা যায় মেয়েকে কোলে নিয়ে হাততালি দিতে। মায়ের কোলে একরত্তি ভামিকা বেশ আনন্দ করে ম্যাচ দেখছিল তা তার মুখ দেখেই স্পষ্ট। তবে স্ক্রিনে যেটুকু সময়ে খুদেকে দেখা যায় তারমধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পরে বিরুষ্কা সোশ্যাল মিডিয়ায় অনুরোধ জানিয়েছিলেন ভামিকার ছবি মুছে ফেলতে।


আরও পড়ুন: Year 2022 in Entertainment: জীবন পথের সফর থামল যাঁদের, বছর শেষে স্মরণ সেই তারকাদের


 


'আলবিদা কৃষ্ণকুমার কুন্নাথ'


৩১ মে কলকাতার কাছে কালো দিন হয়ে থাকবে। সেদিন কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন 'কেকে' ওরফে মুম্বইয়ের কিংবদন্তি সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। নজরুল মঞ্চে অনুষ্ঠান ছিল তাঁর। গোটা কলকাতা, শহরতলি ভেঙে পড়েছিল প্রিয় সঙ্গীতশিল্পীকে একঝলক দেখার জন্য, শোনার জন্য। প্রচণ্ড গরম, নজরুল মঞ্চের বাঁধনছাড়া ভিড়.. অনুষ্ঠান চলতে চলতেই অসুস্থবোধ করেন কেকে। অনুষ্ঠান শেষ করে ফেরার সময় গাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন কেকে। হোটেলে পৌঁছে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় সঙ্গীতশিল্পীকে। হার্ট অ্যাটাক। তিলোত্তমাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীতশিল্পী। তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অসর্কতা ও অব্যবস্থার অভিযোগ আনা হয়েছিল। তর্ক-বিতর্ক সব একদিকে... ফেরানো গেল না কেকে-কে। 


 


সিধু মুসেওয়ালার মৃত্যু


চলতি বছরে বিতর্কের সৃষ্টি করেছিল সঙ্গীতশিল্পী ও নেতা সিধু মুসেওয়ালার মৃত্যু। পঞ্জাবের (Punjab) মানসা জেলায়, নিজের গ্রাম জাওয়ারে খুন হয়েছিলেন সিধু।  এ দিন মহিন্দ্রা থর জিপ নিয়ে বেরিয়েছিলেন তিনি। চালকের আসনে ছিলেন নিজেই। সঙ্গে ছিলেন দুই বন্ধু। পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় তিন দিক থেকে তিনটি গাড়ি এসে সিধুকে ঘিরে ফেলে। তার পর এলোপাথাড়ি সাত রাউন্ড গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে। আত্মরক্ষার কোনও সুযোগই পাননি সিধু। গাড়িতেই মৃত্যু হয় তাঁর। গুলিবিদ্ধ হন তাঁর দুই বন্ধুও। পরে তদন্তে জানা যায়, এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর। পরবর্তীকালে তাদের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছিল এই ঘটনার পিছনে তাদেরই দায় রয়েছে।