কলকাতা: বলিউডে সবসময়েই নজরে থাকে ট্যাটু-তরজা। কখনও কারও নাম শরীর ট্যাটু করানোর পরেও সম্পর্ক ভেঙেছে.. কখনও আবার ট্যাটুই প্রকাশ্যে এনেছে সম্পর্কের কথা। আর এবার... ফের প্রকাশ্যে এল আরও এক ট্যাটুর কথা। আর সেই ট্যাটু দেখা গেল রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর শরীরে! এর পাশাপাশি... আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন সোশ্যালের সেরা পোস্টগুলি
রণবীর কার নাম লিখিয়েছেন কাঁধে?
বলিউডে সবসময়েই নজরে থাকে ট্যাটু-তরজা। কখনও কারও নাম শরীর ট্যাটু করানোর পরেও সম্পর্ক ভেঙেছে.. কখনও আবার ট্যাটুই প্রকাশ্যে এনেছে সম্পর্কের কথা। আর এবার... ফের প্রকাশ্যে এল আরও এক ট্যাটুর কথা। আর সেই ট্যাটু দেখা গেল রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর শরীরে! আপাতত নতুন ছবি 'অ্যানিম্যাল' (Animal)-এর প্রচারে ব্যস্ত রণবীর কপূর। আর সেই প্রচারের সময়েই রণবীর প্রকাশ্যে এনেছেন, শরীরে নতুন ট্যাটু করিয়েছেন রণবীর। সেখানে একজনের নাম লেখা। সেই নাম স্ত্রী আলিয়া ভট্টের (Alia Bhatt) নয়, কন্যা রাহার (Raha)। আলিয়া বারে বারে বলেছেন, রণবীর বাবা হিসেবে ভীষণ ভাল। সবসময়েই নাকি আগলে রাখতে চান রাহাকে। আর এবার, সেই ট্যাটুই প্রকাশ্যে ক্যামেরার সামনে দেখালেন রণবীর।
'প্রেক্ষাগৃহে মাছি উড়ছে', মুখ থুবড়ে পড়েছে নতুন ছবি! বলছেন খোদ অঙ্কুশই
নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি, সেই সঙ্গে কাজ করছেন অন্যান্য প্রযোজকদের সংস্থাতেও। তবে যেখানে অনেক অভিনেতা-প্রযোজকদের বিরুদ্ধে ওঠে নিজেদের সব কাজকেই হিট বলার অভিযোগ... সেখানে ছবির সত্যিটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপটে লিখলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। জানালেন... তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'কুরবান' (Kurban) নাকি কেউ দেখছেন না! শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় অঙ্কুশ ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-এর এই ছবিটি মুক্তি পেয়েছে সদ্য। সেখানে অঙ্কুশকে দেখা গিয়েছে এক্কেবারে অন্য লুকে। কাঁধ ছোঁয়া চুল, চোখে চেহারায় এক অদ্ভুত উদাসীনতা। ট্রেলারে যতটুকু দেখা মিলেছিল.. তাতেই বোঝা গিয়েছিল অঙ্কুশের কেরিয়ারে বেশ অন্যরকম ছবি এটি। বেশ চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ। তবে প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে নাকি মানুষ প্রায় আসছেনই না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ লেখেন, 'ভীষণই কমসংখ্যক মানুষ 'কুরবান' দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। সত্যটা মানতে একেবারেই লজ্জা নেই। কিন্তু চারিদিকে বেশ ভাল রিভিউ পাচ্ছি ছবিটি নিয়ে। যে কিছুজন মানুষ হলমুখী হচ্ছেন, তাদেরও যদি সত্যি ভাল লেগে থাকে, সবাইকে বলবেন যেতে। না, বাংলা ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করছি না। শুধু ভাল লাগলে আশেপাশের মানুষদের জানাবেন। আপনাদের ছাড়া কাকে অনুরোধ করব বলুন। আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে তাদের তো আর বোঝাতে পারব না। যাই হোক, ভাল থাকবেন সকলে। বাকি দেখা হচ্ছে ২০২৪-এ কোনও এক সবথেকে বড় উৎসব এ, মির্জা নিয়ে।