নয়াদিল্লি: ২৮ জুলাই মুক্তি পেয়েছে কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত এই ছবি বিপুল প্রশংসিত হচ্ছে। তবে বাঙালি দর্শকের কাছে বাড়তি উন্মাদনা তৈরি করেছে ছবিতে টোটা রায়চৌধুরীর কত্থক নাচ। 'ডোলা রে ডোলা' গানে রণবীর সিংহ ও টোটা রায়চৌধুরীর নাচের দৃশ্য রীতিমতো ঝড় তুলেছে। শুধু তাইই নয়, সোশ্যাল মিডিয়ায় 'টোটা স্যার'কে প্রশংসায় ভরালেন 'রকি' রণবীরও। 


বড়পর্দায় টোটার কত্থক নাচ, প্রশংসার পাহাড়ে অভিনেতা


সোশ্যাল মিডিয়ায় এখন প্রায় ভাইরাল একটি দৃশ্য। বাঙালি দর্শক, যাঁরা ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে গিয়ে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দেখে ফেলেছেন, তাঁরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন টোটা ও রণবীরের 'পাওয়ার প্যাকড' পারফর্ম্যান্স। 'ফেলুদা'কে ভরিয়েছেন প্রশংসায়। 


ছবিতে একটি দৃশ্য রয়েছে, যেখানে 'রানি' আলিয়া ভট্টের বাবা টোটা রায়চৌধুরী ও ছবির নায়ক 'রকি' অর্থাৎ রণবীর কপূরের নাচের যুগলবন্দি হয়। ছবিতে কত্থক নৃত্যশিল্পীর চরিত্রেই দেখা গেছে টোটাকে। 'দেবদাস' ছবির জনপ্রিয় গান, ঐশ্বর্য রাই ও মাধুরী দীক্ষিতের চিত্রায়নে তৈরি 'ডোলা রে ডোলা' গানে নাচ করেন টোটা ও রণবীর। আর ঠিক এই পারফর্ম্যান্সের সময় কলকাতার প্রেক্ষাগৃহে কান পাতা দায়। বাঁধভাঙা উচ্ছ্বাস, হাততালি, চিৎকারে রীতিমতো 'টোটা' ঝড় সর্বত্র। সকলেই সাদরে গ্রহণ করেছে এই দৃশ্য। অনেকেই সেই দৃশ্যের ঝলক রেকর্ড করে পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। তেমনই কিছু পোস্ট আবার নিজে রিশেয়ারও করেন অভিনেতা। 




'রকি অউর রানি'র প্রশংসায় পঞ্চমুখ একাধিক তারকা। 'ডান্সিং পার্টনার' টোটা রায়চৌধুরীর প্রশংসা করেন রণবীরও। টোটা একটি স্টোরিতে পোস্ট করেন তাঁদের নাচের দৃশ্য। সঙ্গে লেখেন, '...এবং হাউজফুল দর্শক স্বতঃস্ফূর্ত প্রশংসায় ফেটে পড়েন। কলকাতার প্রেক্ষাগৃহ।' সঙ্গে ট্যাগ করেন রণবীর সিংহ ও কর্ণ জোহরকে। এই স্টোরি রিশেয়ার করে রণবীর লেখেন, 'টোটা স্যার! আপনি ভীষণ ভীষণ স্পেশ্যাল! আপনার সম্পর্কে দর্শকের উচ্ছ্বাসের কথা শুনে মন ভরে যাচ্ছে। আমি যা এতদিন অনুভব করেছি তাঁরা এখন সেটা বুঝছেন - আপনার অন্তরের শুদ্ধতা আপনার পারফর্ম্যান্সের মধ্যে দিয়ে ফুটে উঠছে! চন্দনে যে ভাল মানুষি আপনি ফুটিয়ে তুলেছেন, পর্দায় আপনার উষ্ণ উপস্থিতি, আপনার দুর্দান্ত পারফর্ম্যান্স, এবং চোখ ধাঁধানো কত্থক! উফ ওই কত্থক! এই মুহূর্তে নিজেকে আশীর্বাদপ্রাপ্ত মনে হচ্ছে! অত্যন্ত কৃতজ্ঞ! আপনি আপনার মতো হওয়ার জন্য ধন্যবাদ স্যার! আমার ভালবাসা সবসময় সর্বদা।' এই কথা লিখে একগুচ্ছ লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন তিনি। অপর পরিচালক অনুরাগ কাশ্যপ নিজের প্রোফাইলে যে রিভিউ লিখেছেন, সেখানেও উল্লেখ করেছেন টোটা রায়চৌধুরীর নাম। 


আরও পড়ুন: 'Kabuliwala': বড়দিনে বড়পর্দায় ফিরবে ছেলেবেলার স্মৃতি, রবি ঠাকুরের 'কাবুলিওয়ালা' হয়ে আসছেন মিঠুন চক্রবর্তী


প্রসঙ্গত, প্রথম সপ্তাহান্তের শেষে এই ছবি ৪৬ কোচি টাকার ব্যবসা করেছিল। সোমবার এই ছবি ৭.৫০ কোটি টাকার ব্যবসা করে। অর্থাৎ প্রথম চারদিনে এই ছবির আয়ের মাত্রা ৫৩.৪০ কোটি টাকা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial