iQoo Z9x 5G: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Phones) তাদের নতুন ৫জি ফোন (5G Phones) ভারতে লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯এক্স ৫জি (iQoo Z9x 5G) ফোন। আগামী ১৬ মে এই ফোন দেশে লঞ্চ হবে। এই ফোন ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে কেনা যাবে। চিনে আগেই লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে চিনে লঞ্চ হওয়া ফোনের মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে। চলতি বছর মার্চ মাসে আইকিউওও জেড৯ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সেই দলেই নাম জুড়তে চলেছে আইকিউওও জেড৯এক্স ৫জি।
১৬ মে আনুষ্ঠানিক লঞ্চের আগে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের একাধিক ফিচার নিশ্চিত ভাবে ঘোষণা করেছে সংস্থা। তার মধ্যে একটি হল ফোনের প্রসেসর। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। ভারতে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এর পাশাপাশি ভার্চুয়াল র্যামের সাপোর্ট আরও ৮ জিবি পর্যন্ত পাওয়া সম্ভব। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে এই ফোনের।
আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এটি একটি স্লিমেস্ট ফোন হতে চলেছে। একবার পুরো চার্জ দিলে ২ দিন পর্যন্ত চালু থাকবে ফোন। মাত্র ৩০ মিনিট চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাপোর্টে পরিচালিত হবে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ৫ মেগাপিক্সেলের এআই যুক্ত ফিচার থাকবে।
আইকিউওও সংস্থার আসন্ন ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকতে পারে। সেখানে হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও থাকছে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ভারতে কালো এবং হাল্কা সবুজ রঙে এই ফোন লঞ্চ হবে। তবে দাম কত হবে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন- ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন কবে লঞ্চ হবে? দাম কত হতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।