মুম্বই: অজয় দেবগণ জানিয়ে দিলেন, তাঁর আগামী ছবি টোটাল ধামাল পাকিস্তানে মুক্তি পাবে না। পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ তারিখ ছবিটি মুক্তি পাওয়ার কথা।অজয় টুইট করে বলেছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে টোটাল ধামাল টিম ঠিক করেছে, ছবিটি পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না।




টোটাল ধামাল কমেডি ছবি, পরিচালনা করছেন ইন্দ্র কুমার। অজয় ছাড়াও রয়েছেন মাধুরী দীক্ষিত, আর্শাদ ওয়ার্সি, জাভেদ জাফরি, অনিল কপূর ও রীতেশ দেশমুখ।

পুলওয়ামা হামলার পর যে সব বলিউড তারকা প্রকাশ্যে শোকজ্ঞাপন করেন, অজয় তাঁদের মধ্যে অন্যতম। টুইটারে তিনি লেখেন




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.