করাচি : পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর ভারতে কয়েকটি স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসে আইসিসি-র বৈঠকে বিষয়টি নিয়ে বিসিসিআই-এর সঙ্গে তারা কথা বলবে বলে জানিয়েছে পিসিবি। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে দুবাইতে এই বৈঠক হবে।
পিসিবি-র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান রবিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, ‘রাজনৈতিক উত্তেজনা প্রশমনে খেলা সব সময়ই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ওয়াসিম খান বিবৃতিতে বলেছেন, আমরা সব সময়ই মনে করি খেলা ও রাজনীতিকে পৃথক রাখা। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে, খেলা, বিশেষ করে, ক্রিকেট মানুষে মানুষে ও বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। কয়েকটি ঐতিহাসিক ক্লাব ও স্টেডিয়ামে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রধানমন্ত্রী ইমরান খান ও অন্যান্য কিংবদন্তী ক্রিকেটারদের ছবি ঢেকে দেওয়া বা সরিয়ে নেওয়া খুবই দুঃখজনক ঘটনা’।
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নারকীয় সন্ত্রাসবাদী হামলায় ৪০ জন সিআরপিএফের জওয়ানের মৃত্যু হয়।
এই ঘটনার প্রতিবাদ হিসেবে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া ইমরান খানের ছবি ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, মোহালি স্টেডিয়ামের বিভিন্ন জায়গা থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে দিয়েছে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ইমরান খানের ছবি ঢাকা, পাক ক্রিকেটারদের ছবি সরানো দুঃখজনক: পিসিবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Feb 2019 02:06 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -