কলকাতা: সদ্যই, 'অত্যাধিক সাহসী' তকমা পেয়েছেন তিনি। আর সেই জেরেই তিনি বাদও পড়েছেন একটা ছবি থেকে। তবে এই কথা অস্বীকার করা যায় না যে 'অ্যানিমাল' ছবিটি জীবন বদলে দিয়েছে তৃপ্তি দিমরি (Tripti Dimri)-র। এই ছবিটির জন্য একদিকে যেমন প্রশংসিত হয়েছেন, অন্যদিকে তেমন সমালোচিত ও হয়েছেন তৃপ্তি দিমরি। রণবীর কপূরের সঙ্গে শয্যাদৃশ্য নিয়ে চূড়ান্ত সমালোচিত হতে হয়েছিল তাঁকে। তবে জানেন কী, তৃপ্তির জন্য কঠিন ছিল না শয্যদৃশ্য। কঠিন ছিল এমন একটি দৃশ্য, যেটা করতে গিয়ে কার্যত কেঁদে ফেলেছিলেন তৃপ্তি।
সদ্য একটি সাক্ষাৎকারে সেই কথা তুলে ধরেন তৃপ্তি। 'অ্যানিমাল'-এর শ্যুটিং চলাকালীন আরও অন্য একটি ছবির শ্যুটিং করেছিলেন তৃপ্তি। সেই সময়ে দুটি ছবির পাশাপাশি শ্যুটিং চালাতে গিয়ে খুব চাপ পড়ে যাচ্ছিল তৃপ্তির। এরপরে 'অ্যানিমাল' ছবিটির একটি মনোলগের শ্যুটিং ছিল। অনেক লম্বা সংলাপ। সেই সংলাপ কিছুতেই নাকি মনে রাখতে পারছিলেন না তৃপ্তি। বারে বারে সংলাপ ভুলে যাচ্ছিলেন আর দৃশ্য কেটে দিতে হচ্ছিল। তৃপ্তি বুঝতে পারছিলেন যে তিনি সময় নষ্ট করে ফেলছেন। কিন্তু তিনি কিছুতেই সংলাপ মনে রাখতে পারছিলেন না। তৃপ্তির কথায়, 'আমার চোখ ফেটে জল আসছিল। প্রচন্ড চাপ পড়ে যাচ্ছিল আমার ওপর। একই সঙ্গে দুটি ছবির শ্যুটিং চলছিল। রাতে ঘুম হচ্ছিল না। আমি একটা সময়ের পরে কিচ্ছু পারছিলাম না। সেই সময়ে আমার সাহায্যের জন্য এগিয়ে আসে খোদ রণবীর।'
তৃপ্তি জানান, রণবীর তাঁর সমস্যার কথা বুঝতে পারেন। তিনি নিজেই এগিয়ে আসেন। তৃপ্তিকে প্রশ্ন করেন তাঁর কী কী সমস্যা হচ্ছে। তিনি রণবীরকে বুঝতে দেননি যে তিনি সময় নষ্ট করছেন। কেবল রণবীর নয়, সেই সময়ে সাহায্য করেছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও। তৃপ্তির সুবিধা মতো, তাঁকে সময় দিয়েই দৃশ্যটির শ্যুটিং হয়। তৃপ্তি পরে বলেছিলেন, সহ অভিনেতা হিসেবে রণবীর নাকি ভীষণ ভরসাযোগ্য। তিনি তাঁর সহ অভিনেতার সুবিধা অসুবিধা সবই বুঝতে পারেন। আর সেই কারণেই সহ অভিনেতা হিসেবে রণবীরের ওপর ভরসা করা চলে।