কলকাতা: ভারতের কৃষক আন্দোলনের সঙ্গে বাংলাদেশের তুলনা! কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)-এর কুশপুতুল পোড়ানোকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের হাপুড়-এ। কুশপুতুল নিয়ে কার্যত দড়ি টানাটানির পরিস্থিতি তৈরি হল পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে। বিক্ষোভকারীরা কঙ্গনার একটি কুশপুতুল পোড়াতে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ তাঁদের গাড়ি থেকে সেই কুশপুতুল কার্যত টেনে বের করে নেয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
ঠিক কী বলেছিলেন কঙ্গনা?
সমস্যার শুরু কঙ্গনা রানাউতের একটি বক্তব্য থেকে। কঙ্গনা রানাউত সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন কৃষণ আন্দোলন কড়া হাতে দমন করা উচিত। নাহলে ভারতেও বাংলাদেশের মতোই পরিস্থিতি হতে পারে। মাণ্ডির সাংসদ বলেন, 'যেটা বাংলাদেশে ঘটেছে না, সেটা এদেশে ঘটতেও দেরি হত না। যদি আমাদের প্রধান নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাত। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনাও ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল, তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে, সত্যিই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যে ঘটনা বাংলাদেশে ঘটেছে।'
বিজেপির মন্তব্য
কঙ্গনার এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, এই বিবৃতি কঙ্গনার একেবারেই ব্যক্তিগত এবং ওটা পার্টির মত নয়। পার্টির মতের সঙ্গে এই মতামত মেলে না।
কুশপুতুল নিয়ে টানাটানি
এরপরে আজ কঙ্গনার এই মন্তব্যের প্রতিবাদে আজ একটি কুশপুতুল পোড়ানোর ব্যবস্থা করা হয়। ভারতীয় কৃষক ইউনিয়নের যুগ্ম কৃষক মোর্চার তরফ থেকে কঙ্গনার একটি কুশপুতুল নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় পুলিশেরা আন্দোলনকারীদের হাত থেকে ওই কুশপুতুল কেড়ে নেয়। এরপরে কিছুক্ষণ পুলিশ আর আন্দোলনকারীদের মধ্য়ে কার্যত দড়ি টানাটানি চলে কঙ্গনার কুশপুতুল নিয়ে। ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ ও জনতার টানাটানি চলছে ওই কুশপুতুল নিয়ে। যুগ্ম কৃষক মোর্চার দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবে কেবল একটি কুশপুতুল দাহ করতে গিয়েছিলেন। সেখানে পুলিশের এই ব্যবহারে তাঁরা অবাক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।