মুম্বই: ধারাবাহিকের সেটে তরুণী অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর ঘটনা (Tunisha Sharma Death Case) তুলেছে একাধিক প্রশ্ন। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী মহারাষ্ট্রের পালঘরের ভাসাইয়ে, ধারাবাহিকের সেটে আত্মঘাতী হয়েছেন শনিবার। অন্যদিকে, মনে করা হচ্ছিল, তুনিশা অন্তঃসত্ত্বা (pregnant) হয়ে পড়েছিলেন। দেহের ময়না তদন্তের (Post Mortem) রিপোর্ট এসেছে। তাতে কী জানা যাচ্ছে?


তুনিশা শর্মার ময়না তদন্তের রিপোর্টে কী জানা যাচ্ছে?


তুনিশা শর্মার মৃত্যুর পর শোনা যাচ্ছিল অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে ময়না তদন্তের রিপোর্টে দেখা গেছে যে, অভিনেত্রী সন্তানসম্ভবা ছিলেন না। রিপোর্টে আরও পরিষ্কার যে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস আটকেই তাঁর মৃত্যু হয়েছে।


তুনিশার মৃতদেহ মুম্বইয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, তুনিশার মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছিল। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।                                             


পুলিশ সূত্রে খবর, শনিবার শ্যুটিংয়ের সেটে অভিনেত্রী শৌচাগারে যান এবং দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও ফেরেননি। যখন দরজা ভাঙা হয়, তখন ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য তুনিশার সহ অভিনেতা শিনাজ খানকে আটক করে মুম্বই পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হওয়ায় গ্রেফতার করা হয়। তিনি আপাতত ৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। অভিনেত্রীর মা যদিও মেয়ের মানসিক অশান্তির জন্য শিনাজের দিকেই আঙুল তুলেছেন। তুনিশা ও শিনাজ একসঙ্গে 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকে কাজ করতেন। 


অন্যদিকে, তুনিশা শর্মার আত্মীয় পবন শর্মাও অভিনেত্রী ও শিনাজের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, শিনাজ ও তুনিশা সম্পর্কে থাকলেও অভিনেতা সম্পূর্ণ 'প্রতিশ্রুতিবদ্ধ' ছিলেন না। অভিনেতার জন্য তুনিশা ডিপ্রেশনেও ছিলেন বলে দাবি তাঁর। 


আরও পড়ুন: Tunisha Sharma Death: তুনিশা শর্মা মৃত্যু তদন্তে নয়া মোড়, ২৭ ডিসেম্বর শেষকৃত্যের সম্ভাবনা


প্রসঙ্গত, একাধিক ধারাবাহিকের পাশাপাশি তুনিশা শর্মা 'বার বার দেখো', 'ফিতুর', 'কহানি ২: দুর্গা রানি সিংহ' ও 'দাবাং ৩'-এর মতো ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও কাজ করেছেন একাধিক মিউজিক ভিডিওয়।