মুম্বই: ছোট পর্দার পরিচিত মুখ তুনিশা শর্মার মৃত্যুকাণ্ড নিয়ে ক্রমশ পারদ চড়ছে। একে একে সামনে আসছে নানা তথ্য। প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রেমিক শিজান খান। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে, শিজানের পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। দাবি করা হয়েছে যে, তুনিশার টাকা নাকি যথেচ্ছভাবে ব্যবহার করতেন তাঁর মা। সম্প্রতি এক সাক্ষাতকারে এই প্রসঙ্গে মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর মা।
তুনিশার টাকা ব্যবহার প্রসঙ্গে অভিনেত্রী মা-
এক সাক্ষাতকারে তুনিশা শর্মার মা বনিতা শর্মা বলছেন, 'শিজানকে আমি কোনওদিনও ক্ষমা করব না। আমি আমার মেয়েকে হারিয়েছি। আমি কোনও সম্পর্ক বুঝতে আসিনি। আমি এখন শুধু বিচার চাই। শিজান এবং ওর পুরো পরিবার এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। তুনিশা আমার জীবনটা ছিল। গত তিন চার মাস ধরে ও ওই পরিবারের সঙ্গে জড়িয়ে পড়েছিল। শিজানের গোটা পরিবার ওকে ব্যবহার করত। শিজানের মা দাবি করছে যে, আমি নাকি তুনিশাকে টাকা দিতাম না। আমি তিন মাসে ওকে তিন লক্ষ টাকা দিয়েছি। আপনারা আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে পারেন।'
আরও পড়ুন - Bipasha Basu: 'সবাই আমায় 'অ্যাডাল্ট কনটেন্টে' কাজ না করার পরামর্শ দিয়েছিল'
সম্পর্ক নিয়ে জটিলতার মধ্যে ছিলেন তুনিশা শর্মা। এমনটাই দাবি তাঁর মায়ের। তিনি বলছেন, 'আমি তুনিশাকে বলেছলাম কাজে মন দিতে। এমনকি শিজান ওকে চড় পর্যন্ত মেরেছিল। তুনিশা ওর বন্ধুদের কাছে বলেচিল যে, শিজান মাদক নেয়। আর ওকেও মাদকর নেওয়ার জন্য জোর করত। শিজানের জন্যই তুনিশা ধূমপান করতে শুরু করে। আমি সমস্ত খবর পেতাম।'
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে তুনিশার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। কিন্তু তাঁর পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে। আর তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রেমিক সিজান খান (Sheezan Khan)। শিজানের গ্রেফতারির পর সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাঁর পরিবারের সদস্যদের। তবে, এবার ক্রমশ মুখ খুলছেন শিজান খানের পরিবারের সদস্যরা।