নয়াদিল্লি: টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুর ঘটনায় গ্রেফতার শিজান খান জামিন পেলেন। একাধিক শর্ত সাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিনেতাকে গ্রেফতার করা হয়। 


জামিন পেলেন শিজান খান


গত বছর ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় তুনিশার সহ-অভিনেতা ও প্রাক্তন প্রেমিক শিজান খানকে। আজ, শনিবার বাসাই আদালতের ১ লক্ষ টাকার ব্যক্তিগত জামিনে ছাড়া পেলেন তিনি। একইসঙ্গে শিজান খানকে তাঁর পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে বলেও খবর এএনআই সূত্রে। 


 






গত বছরের ডিসেম্বর মাসে তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিজান খানকে গ্রেফতার করা হয়েছিল এবং তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। শিজান খান ও ২১ বছর বয়সী তুনিশা শর্মা ছিলেন প্রেমের সম্পর্কে। তুনিশার মৃত্যুর দিন ১৫ আগে তাঁদের ব্রেক আপ হয়ে যায় বলেও শোনা যায়। এরপর দুই পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ চলে বিস্তর। জলঘোলাও হয় প্রচুর। 


শিজান খানের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। বোম্বে হাইকোর্টে তাঁর জামিনের আবেদনও করা হয়েছিল। কিন্তু খারিজ হয়ে যায় সেই আবেদন। এর আগে জানুয়ারির ১৩ তারিখে বাসাই আদালত শিজানের জামিনের আবেদন খারিজ করে। অভিনেত্রীর আত্মহত্যা কাণ্ডের চার্জশিটে সহ অভিনেতা শিজান খানের নামও ছিল। ৫২৪ পাতার যে চার্জশিট ওয়ালিভ পুলিশের তরফ থেকে বাসাই আদালতে পেশ করা হয়, তাতে নাম ছিল অভিনেতার। 


আরও পড়ুন: Hrithik-Saba: হৃত্বিক রোশন ও সাবা আজাদের বিয়ে? মুখ খুললেন রাকেশ রোশন


গত ২৪ ডিসেম্বর, ২০২২ ছবির সেট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল তুনিশার। রূপটান ঘরের শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছিল দেহ। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এই ঘটনার পরের দিনই প্রেমিক শীজ়ান খানকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, আত্মহত্যার ঘটনার আগেই তুনিশার ঘরে গিয়েছিলেন শীজ়ান খান। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই বিধ্বস্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। সম্ভবত এর পরেই আত্মহত্যা করেন অভিনেত্রী।