মুম্বই: ২২ বছরের তুরুণী যৌন হেনস্থার অভিযোগ উঠল কাসৌটি জিন্দেগি খ্যাত নায়ক প্রাচীন চৌহানের বিরুদ্ধে। শুক্রবার মধ্যরাতে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ মদ্যপ অবস্থায় ওই তরুণীকে যৌন হেনস্থা করে। পুলিশ সূত্রে খবর, প্রাচীনের মালাদের বাড়িতেই ঘটনাটি ঘটেছে।
ঘটনার পরই অভিনেতাকে বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৪২,৩২৩ এবং ৫০২-এর ২ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কুরার থানার পুলিশ সূত্রে খবর, ওই তরুণী এসে অভিযোগ দায়ের করে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। যদিও এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে চাননি পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, দু-দিন আগে প্রাচীন চৌহান নিজের বাড়িতে একটি হাউজ পার্টির আয়োজন করেন। সেই পার্টিতেই নিমন্ত্রিত ছিলেন ওই তরুণী। এ দিন পার্টি চলাকালীন বছর বাইশের ওই তরুণীকে মত্ত অবস্থায় হেনস্থা করেন প্রাচীন চৌহান। তরুণীর বয়ান অনুযায়ী, তিনি ও তাঁর এক বান্ধবী অভিনেতার আয়োজিত ওই পার্টিতে উপস্থিত হয়েছিলেন। মদ্যপ অবস্থায় অভিনেতা তরুণীর অনুমতি ছাড়াই তাঁর শরীরে বারবার স্পর্শ করেন। এর পরেই সেখান থেকে বেরিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী।
'কসৌটি জিন্দেগি কে' ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে আসেন প্রাচীন। সেখানে তাঁর অভিনীত সুব্রত বসুর চরিত্রটি জনপ্রিয়ও হয়। এরপরে 'সিন্দুর তেরে নাম কা', 'কুছ ঝুকি পলকে', 'সাত ফেরে', 'কুটুম্ব', 'শাদি মুবারক', 'মাতা পিতা কে চরণ মে স্বর্গ' -এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ওয়েব সিরিজে 'প্যায়ার কা পাঞ্চ'-এ 'অভিমন্যু' চরিত্রেও অভিনয় করেছেন তিনি।