মুম্বই: দেখতে দেখতে চলতি বছরে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022) উৎসব এসে গিয়েছে। সারা বছর যে উৎসবের (Ganesh Chaturthi) জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ, তা শুরু হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে গণেশ চতুর্থী উদযাপন হলেও মহারাষ্ট্রে এই উৎসব উদযাপনের চল বেশিই দেখা যায়। বলিউডের তারকাদের তাই এই সময়টা ব্যস্ততাও থাকে অনেক। বহু তারকার বাড়িতে আজ গণেশ পুজো হচ্ছে মহা সমারোহে। সম্প্রতি ছোট পর্দার বেশ কিছু তারকা জানালেন, গণেশ চতুর্থী উৎসব তাঁরা কীভাবে উদযাপন করছেন।
তারকাদের গণেশ চতুর্থী উৎসব উদযাপন-
'কুণ্ডলী ভাগ্য' অভিনেতা অভিষেক কপূর জানালেন যে, গণেশ চতুর্থী উৎসব তাঁর কাছে অনেক বেশি স্পেশাল। কারণ, এই সময়ে তাঁর মা দিল্লি থেকে তাঁর কাছে আসেন। আর তাঁরা একসঙ্গে উৎসবে সামিল হন। তিনি বলছেন, 'গত ৬ বছর ধরে বাপ্পা আমার বাড়িতে আসছেন। তবে, এই বছরটা আমার কাছে আরও একটু বেশি স্পেশাল। কারণ, এই বছর আমার মা দিল্লি থেকে এসে আমার সঙ্গে উৎসব উদযাপন করছেন। শহরের এই পরিবেশটা আমি উপভোগ করছি। আর অবশ্যই উপাদেয় মোদকের স্বাদ নিচ্ছি।' তিনি আরও বলছেন, 'মহারাষ্ট্রে এই উৎসবকে সবথেকে বড় উৎসব হিসেবে মনে করা হয়। আর বিসর্জনের দিন মানুষ যেভাবে সামিল হন, ডান্স করেন, তা এককথায় অভাবনীয়। আর যদি একবার বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা। আমাদের বাড়িতে এই সময় অনেক অতিথিরা আসেন।'
আরও পড়ুন - Kartik Aaryan: অনুরাগী, বিশেষ করে ছোটদের জন্য বড় চমক কার্তিক আরিয়ানের
টিভি অভিনেত্রী রাজশ্রী ঠাকুর স্মৃতিচারণা করলেন যে, কীভাবে এই উৎসব তিনি ছোটবেলায় উপভোগ করতেন। তিনি বলছেন, 'ছোটবেলার থেকেই এই উৎসব আমি উদযাপন করি। ছোটবেলায় মায়ের বাড়িতে আমি সেলিব্রেট করতাম। সাত দিন ধরে পরিবারের সকলের সঙ্গে দারুণ কাটত। আমাদের কাছে এটা দীপাবলির মতো। আমাদের যৌথ পরিবার। সেখানে ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছেন। তাই সাত দিন ধরে তাঁরা সকলে যদি একসঙ্গে থাকেন, তাহলে কত মজা হতে পারে, আন্দাজই করতে পারছেন। আমরা আরতি করতাম। ভোগ খেতাম। আর বিসর্জনের দিন খুব আবেগপ্রবণ হয়ে পড়তাম।'
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানি বলছেন, 'আমি ইকো ফ্রেন্ডলি গণেশকে সমর্থন করি। এবছর আমরাও বাড়িতে বাপ্পাকে নিয়ে এসেছি। পরিবারের সমস্ত সদস্য, বন্ধু এবং সকলকে অনেক ধন্যবাদ জানাতে চাই এভাবে পাশে থাকার জন্য। গণপতি বাপ্পা মোরিয়া।'