মুম্বইয়ে মাদক কিনতে গিয়ে হাতেনাতে গ্রেফতার অভিনেত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 07:49 AM (IST)
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক-যোগ মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করেছিল রিয়া চক্রবর্তীকে। এছাড়াও রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী সহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছে এনসিবি।
ইনস্টাগ্রাম
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মাদক-যোগ মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করেছিল রিয়া চক্রবর্তীকে। এছাড়াও রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী সহ আরও কয়েকজনকে গ্রেফতার করেছে এনসিবি। রিয়া জামিন পেলেও জেলেই রয়েছেন সৌভিক। এরইমধ্যে মাদক কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন টেলিভিশন অভিনেত্রী প্রীতিকা চৌহান। এনসিবি-র মুম্বই জোনাল ইউনিটের আধিকারিকদের হাতে ধরা পড়েছেন ফয়জল নামে এক মাদক কারবারিও। শনিবার সন্ধেয় ভারসোভার মৎস্যজীবীদের গ্রাম থেকে প্রীতিকা ও ফয়জলকে ৯৯ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। আদতে হিমাচলপ্রদেশের বাসিন্দা ৩০ বছরের প্রীতিকা সিআইডি, সাবধান ইন্ডিয়া, হনুমান-এর মতো টেলি সিরিয়ালে কাজ করেছেন। জনপ্রিয় সোপ অপেরা সসুরাল সিমর কা-তেও তিনি অভিনয় করেছেন। মা বৈষ্ণোদেবী সিরিয়ালে ভূমিদেবীর ভূমিকায় অভিনয় করেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে ফয়জল ও প্রীতিকাকে গ্রেফতার করে এনসিবি। রবিবারই তাঁদের আদালতে তোলা হয়। মাদক মামলায় এনসিবি ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও শ্রদ্ধা কপূরের মতো অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে।