কলকাতা: 'আলোর ঠিকানা'য় (Alor Theekana) জমজমাট বিয়ের আসর। সাত পাকে বাঁধা পড়তে চলেছে আলো (Alo) ও অভি (Abhiraj)। আর এই বিশেষ অনুষ্ঠানে একেবারে চাঁদের হাট। 'সান বাংলা'র জনপ্রিয় ধারাবাহিক আলো করে কারা আসবেন?


'আলোর ঠিকানা' বিশেষ পর্ব


'সান বাংলা'র জনপ্রিয় ধারাবাহিক 'আলোর ঠিকানা'য় চলছে 'মহা বিবাহ সপ্তাহ'। আর আজ, অর্থাৎ ১১ নভেম্বর, সেখানে দেখা যাবে এক বিশেষ পর্ব। গল্পের মূল দুই চরিত্র, আলো ও অভিরাজের বিয়ে। আর তাঁদের বিয়ের আসর আলো করে উপস্থিত থাকবেন বাংলা সিনে দুনিয়ার জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।


ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে বর ও কনেকে শুভেচ্ছা জানাতেই আসছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। কিন্তু মাঝ রাস্তায় তাঁদের দেখা হয়ে যায় অভি ও আলোর সঙ্গে। হবু বর ও কনে বিপদে পড়েছে বুঝে তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এরপর দুই সিনে তারকা এসে বিয়ের অনুষ্ঠানে যোগও দেন, সেই সঙ্গে সকলের জন্য পারফর্মও করেন। সমস্ত আচার অনুষ্ঠানের পর তাঁরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন।


'আলোর ঠিকানা'য় এই বিশেষ পর্ব দেখা যাবে আজ, ১১ নভেম্বর, রাত সাড়ে ৯টায়। এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন দেবাদৃতা বসু (Debadrita Basu) ও জন ভট্টাচার্য (John Bhattacharya)। রাজীব কুমারের (Rajiv Kumar) পরিচালনায় 'সুরিন্দর ফিল্মস'-এর (Surinder Films) প্রযোজনায় এই ধারাবাহিক তৈরি। 


ধারাবাহিকের গল্প এক ঝলকে


এই ধারাবাহিকের মূল গল্প তৈরি হয়েছে একটি মেয়েকে ঘিরে। যার নাম আলো। বাবাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসে আলো। ছোটবেলা থেকেই তার বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন। পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা। 


কিন্তু হঠাৎই একদিন তার জীবনে নতুন মোড় আসে। আলোর জীবন পাল্টে যায় যেদিন আচমকা তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। রাতারাতি তার বিয়ে ঠিক হয়ে যায় একটি স্বনামধন্য ব্যবসায়ী পরিবারে। সেই পরিবারের এক ছেলের সঙ্গে বিবাহ সম্পন্ন হওয়ার কথা হয়। সেই বাড়িতে চার ভাইয়ের মধ্যে প্রথম তিন জন ইতিমধ্যেই বিবাহিত। আর বাড়ির ছোট ছেলের সঙ্গে আলোর বিয়ে ঠিক হয়। 


আরও পড়ুন: Vir Das: পিছু ছাড়ছে না বিতর্ক, বেঙ্গালুরুর অনুষ্ঠান বাতিল বীর দাসের


চিরাচরিত প্রথার থেকে খানিক আলাদা এই বাড়ি। এই পরিবারে বাড়ির ব্যবসা সামলায় তিন বউ আর ভাইরা বাড়ির কাজকর্মের দেখভাল করে। কিন্তু এই পরিবারের মধ্যে লুকিয়ে আছে একটি রহস্য। আলো যখন এই পরিবারের সেই সত্যতা জানতে পারে তখন তার জীবনের সামনে এসে পড়ে এক গভীর সঙ্কট। কী করবে আলো? আলোর জীবনের স্বাধীনতা, নিজের সম্মান, নিজের স্বপ্ন ও লড়াই নিয়েই তৈরি এই ধারাবাহিক, 'আলোর ঠিকানা'।