কলকাতা: হাতে বন্দুক নেই... নেই সেই ক্ষুরধার চাহনিও... বিনোদিনীর বেশে এ কোন জগদ্ধাত্রী! সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) নতুন ছবি দেখে অবাক নেটদুনিয়া। 


সদ্য একটি ফটোশ্যুট করিয়েছেন অঙ্কিতা। আর সেখানে তিনি সেজেছেন রবীন্দ্রনাথের উপন্যাস 'চোখের বালি'-র চরিত্র বিনোদিনীর মতো করেই। সাদা শাড়ির সঙ্গে এক গা গয়না..  যেন মনে করিয়ে দেয় ঋতুপর্ণ ঘোষের হাতে গড়া বিনোদিনীকে। ঐশ্বর্য রাইকে (Aishwariya Rai Bacchan)। ঠিক তেমনই গা ভরা গয়নায় সেজেছেন অঙ্কিতা। ধুনোর ধোঁয়ায় তিনি যেন আরও মোহময়ী। 


আপাতত জি বাংলায় জগদ্ধাত্রী ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন তিনি। বেশ জনপ্রিয় এই ধারবাহিক, হামেশাই টিআরপির কড়া টক্করে থাকে এই ধারাবাহিক। একদিকে যেমন জগদ্ধাত্রীর রহস্য উদঘাটন আর সাহসিকতায় মজে দর্শক, তেমনই তাঁদের প্রিয় জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূর প্রেমও। 


দুর্গাপুজোর সময় জি বাংলায় মহালয়ার বিশেষ অনুষ্ঠানে মহিষাসুরমর্দ্দিনীর ভূমিকায় দেখা গিয়েছিল অঙ্কিতাকে। বেশ জনপ্রিয় হয়েছিল সেই শো-টি। এই অনুষ্ঠানে পার্বতীর ভূমিকায় দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে। মহাদেবের ভূমিকায় দেখা গিয়েছিল 'ফুলকি' -র রোহিত ওরফে অভিষেক বসুকে। অঙ্কিতার জনপ্রিয়তা রয়েছে দর্শকদের মধ্যে। ধারাবাহিকে সাধারণত দুটি লুকে দেখা যায় তাঁকে। জ্যাজ ও জগদ্ধাত্রী। ৪০০ পর্ব পার করে ফেলেছে এই ধারাবাহিক। 


'গৌরী এল' ধারবাহিকের মোহনা মাইতি পর্দায় ধরা দিয়েছিলেন দেবী ব্রহ্মাণী রূপে। দেবী কালিকা হয়েছিলেন 'রাঙা বউ'- শ্রুতি দাস। শ্রুতির এই লুক প্রকাশ্যে আসার পরেই বেশ প্রশংসিত হয়েছে। এর আগেও শ্রুতিকে দেবী কালিকা রূপে দেখা গিয়েছে।  ধারাবাহিক 'নিম ফুলের মধু'-র পর্ণা অর্থাৎ পল্লবী শর্মাকে দেখা গিয়েছে দেবী কার্তিকীর ভূমিকায়। দেবী শোকরহিতা-র ভূমিকায় দেখা গিয়েছে মানালী দে অর্থাৎ ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-র শিমুলকে। দেবী লক্ষ্মী সেজেছিলেন 'ফুলকি'  অর্থাৎ দিব্যাণী মণ্ডল। দেবী মহেশ্বরীর ভূমিকায় দেখা গিয়েছে শ্বেতা ভট্টাচার্য্যকে। দেবী রক্তদন্তিকার ভূমিকায় দেখা গিয়েছে 'খেলনা বাড়ি' ধারাবাহিকের মিতুল ওরফে আরাত্রিকা দত্তকে। দেবী চামুণ্ডার ভূমিকায় দেখা গিয়েছে 'মুকুট'  ধারাবাহিকের মুখ্যচরিত্র শ্রাবণী ভুঁইয়াকে। দেবী উমার ভূমিকায় দেখা গিয়েছে ‘গৌরী এল’ ধারাবাহিকের খুদে ঋষিতাকে।