কলকাতা: সংসারে থেকেও নিজেকে খুঁজে নেওয়ার গল্প, নিজেকে ভালবাসার গল্প বলতে আসছেন তিনি। নতুন ধারাবাহিকের টিজার দেখে অনেকেই বলছেন, অভিনয় কোথায়, এ যেন মানুষ অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)-ও। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'জল থই থই রূপকথা'। আর সেখানেই, এক মধ্যবয়সী গৃহিণীর বেঁচে থাকার, জীবনকে ভালবাসার গল্প বলতে আসছেন অপরাজিতা। (bengali serial)
কীভাবে এই ধারাবাহিকের অফার এসেছিল অভিনেত্রীর কাছে? এবিপি লাইভকে অপরাজিতা বলছেন, 'খুব অল্প সময়েই এই ধারাবাহিকের কাজটা করতে রাজি হয়েছিলাম। লীনাদি আর শৈবালদাই আমার কাছে প্রথম এই অফারটা নিয়ে আসেন। ওঁদের বলেছিলাম, তোমাদের সঙ্গে কাজ করতে তো ভীষণ ভালোই লাগে। কিন্তু এরপরেই আমি অসুস্থ হয়ে পড়ি। সুস্থ হলে চ্যানেলই চাইছিল খুব তাড়াতাড়ি কাজটা শুরু করে দিতে। ২৫ তারিখ থেকে টেলিকাস্ট শুরু হয়ে যাবে। তাই জোরকদমে প্রস্তুতি চলছে। সদ্য টিজার শ্যুটিং করলাম, আজই প্রোমো শ্যুট (promo shoot) রয়েছে।
টিজারে আঁচ পাওয়া গিয়েছে বটে। তবে অপরাজিতার চরিত্র ঠিক কেমন, এবিপি লাইভের কাছে তিনি নিজেই তা খোলস করলেন। অভিনেত্রী বলছেন, 'মহিলাদের জীবনে এমন একটা সময় আসে, যখন সে যদি নিজের জীবনকে বেঁচে নিতে চায়, তাঁকে শুনতে হয়, 'তোমায় মানাবে না, ভাল লাগবে না'। খুব বেশি নিজের মতো থাকলে আবার শুনতে হয়, 'খিটখিটে হয়ে যাচ্ছো'। আমার যে চরিত্রটা, তার বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সেই। স্বামী-সংসার সব দায়িত্বই পালন করেছে এই চরিত্রটি। কিন্তু সেই সঙ্গে রয়েছে তাঁর রোজ নতুন করে বাঁচার, নিজেকে খুঁজে পাওয়ার একটা অসীম আগ্রহ। সে নাচ-গান সবই পারে। আর তার এই কাজে পাশে দাঁড়ায় একমাত্র মেয়েই। কীভাবে আমার চরিত্রটি পরিবারে থেকে, সবাইকে নিয়েও খুঁজে পাবে বাঁচার নতুন অর্থ... সেই নিয়েই এগিয়ে যাবে গল্প।'
ধারাবাহিকের প্রথম ঝলকে দেখা যাচ্ছে, অপরাজিতা নাচের কথা বলছেন। তাহলে কী এই ধারাবাহিকে পাওয়া যাবে নৃত্যশিল্পী অপরাজিতাকেও? অভিনেত্রী হেসে বললেন, 'লীনাদি নিজেও নাচ ভীষণ ভালবাসেন। আর আমি তো নিয়মিত নাচের চর্চায় রয়েছি। আমার ধারণা লীনাদি অবশ্যই ধারাবাহিকে আমায় নাচের সুযোগ দেবেন।'
ছোটপর্দায় অভিনেত্রীর নির্দিষ্ট ফ্যানবেস রয়েছে। সেই কারণেই কী ফের নতুন ধারাবাহিক বেছে নেওয়া? অপরাজিতা বলছেন, 'প্রথম কারণ অভিনয়-চর্চা। ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকলে, রোজ অভিনয় করার সুযোগ পাওয়া যায়। ঠিক গান বা নাচের মতো রোজ অভিনয়েও শান দেওয়া জরুরি বলে আমি মনে করি। আর দ্বিতীয় কারণ অবশ্যই আমার ছোটপর্দার অনুরাগীরা। আমায় যাঁরা দেখতে চান, ভালবাসেন, তাঁদের অনেকেরই মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখার ক্ষমতা বা সামর্থ্য নেই। আমি ছবি করলে তাঁরা বসে থাকেন, কখন সেটা টিভিতে দেবে। এই দর্শকেরা যেমন আমায় মিস করেন, তেমনই আমিও তাঁদের মিস করি। তাঁদের কথা ভেবেই তো ধারাবাহিকে ফেরা। তৃতীয়ত, আমি ১৯ বছর ছোটপর্দায় অভিনয় করেছি। ধারাবাহিকই আমায় প্রথম পরিচিতি, ভালবাসা দিয়েছে। এই মাধ্যমটার ওপর আমার আলাদা দুর্বলতা রয়েছে।'
১২ তারিখ থেকে শুরু হবে এই ধারাবাহিকের শ্যুটিং।
আরও পড়ুন: Feluda: পরিচালক সন্দীপ রায় ও তাঁর দুই ফেলুদার জন্মদিন একই দিনে! সেটেই হল উদযাপন