কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'আকাশ কুসুম' (Akash Kusum)। নতুন মোড়কে এবার গল্পের ট্যুইস্ট। কী হতে চলেছে সেখানে?


'আকাশ কুসুম' ধারাবাহিকে কোন নতুন মোড়?


ঋষভের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ডালির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছে ঝুম। ডালির সামনে সে নিজেকে ভাল দেখানোর চেষ্টা করে এবং সেই সুযোগেই তার থেকে আরও টাকা নেওয়ার পথ প্রশস্ত করে। অন্যদিকে শেখরের থেকে মালবিকা গোটা 'অত্রি ফার্মাসিউটিক্যালস' হাতিয়ে নেওয়ার ছক কষে। শেখরকে সে ওই সংস্থাতেই সাধারণ কর্মী হিসেবে রেখে দিতে চায়। সে অনিকেতের কাছে টোপ ফেলে যা তার মনে হয় প্রায় অসম্ভব।


এদিকে লোন শোধ করার জন্য শেখরের কাছে ব্যাঙ্ক থেকে নোটিস আসে। দুটো ছোট ছোট ডিল পায় সে এবং নিজের রক্ত ও ঘাম ঝরিয়ে সে ডিলগুলো শেষ করতে চায়। কিন্তু তার স্বাস্থ্য তাকে সঙ্গ দেয় না। এই সুযোগে রক্তিমের মাধ্যমে মালবিকা একটি ডিল করতে চায় কিন্তু শেখর সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। সঞ্চিতার সাহায্য নিয়ে ডালি ও অন্যান্য কর্মীরা সঠিক সময়ে সেই কাজ শেষ করে। ল্যাবে ডালির উপস্থিতির সেই খবর মালবিকার কাছে পৌঁছে দেয় অনিকেত। এরপরই নতুন চক্রান্ত সাজায় মালবিকা। রক্তিম ও ডালিকে জোর করে মুখোপাধ্যায় বাড়িতে 'দ্বিরাগমন' পালন করতে পাঠায়। অনিকেতের সাহায্যে সে অন্যান্য জরুরি নথির সঙ্গে সম্পত্তি স্থানান্তরের কাগজপত্রও রেখে দেয়। না দেখেই তাতে সই করে দেয় শেখর। মালবিকার চক্রান্তের শিকার হয়ে এবার নিজেকে ডালির কাছে কি নির্দোষ প্রমাণ করতে পারবে রক্তিম? ডালি কি সত্যিটা আদৌ জানতে পারবে? এই ঘটনার সঙ্গে যে রক্তিমের কোনও সম্পর্ক নেই, তা কি জানতে পারবে ডালি? 


আরও পড়ুন: Vikrant Massey: টাকা থাকলেই সম্মান, বুঝেছিলেন ছোট্ট বয়সেই, বোকাবাক্সের ‘শ্যাম ভাইয়া’ থেকে রুপোলি পর্দার তারকা বিক্রান্ত


ধারাবাহিকের গল্প এক ঝলকে


ধারাবাহিকের কাহিনি গড়ে উঠেছে মুখোপাধ্যায় বাড়িকে কেন্দ্র করে। সেই বাড়িতে পরিচারিকার কাজ করতেন ডালির মা ঝর্ণা। সেই ঝর্ণাকেই একদিন মিথ্যে চুরির অপবাদ দেওয়া হয়, বাড়ির লোকেদের তৎপরতায় পুলিশ ধরে নিয়ে যায় ঝর্ণাকে। অন্যদিকে ঝর্ণার মেয়ে ডালিও বড় হয়ে উঠেছে এই মুখোপাধ্যায় বাড়িতেই। সে প্রতিজ্ঞা করেছে যে তার যাই হয়ে যাক না কেন, কিছুতেই সে এই বাড়ির কোনও ক্ষতি হতে দেবে না। আর ইতিমধ্যে মুখোপাধ্যায়দের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রক্তিম দেববর্মণ অসদুপায়ে তাদের ব্যবসা এবং বাড়িঘর সবই দখল করে নেয়। পরিবারকে বাঁচাতে ডালি রক্তিমের দেওয়া বিয়ের প্রস্তাব মেনে নেয়। তবে একটা শর্ত আছে ডালির। রক্তিমকে মুখোপাধ্যায়দের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। তারপর? ধারাবাহিকটি পরিচালনা করছেন সৌমেন হালদার, স্নিগ্ধা বসুর গল্প অবলম্বনে এই ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন পায়েল চক্রবর্তী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।