কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'দ্বিতীয় বসন্ত' (Dwitiyo Basanta) এবার জড়াল পুলিশি কাণ্ডে? চমকে ওঠার আগেই জানাই, ধারাবাহিক নয়, তার গল্পে এবার নতুন মোড় (Daily Serial Update)। ধারাবাহিকে সোহিনীর অভিনীত চরিত্র জড়ালো পুলিশের ফাঁদে? কিন্তু কী এমন করেছে সে? কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প?


পুলিশি কাণ্ডে জড়াল সোহিনী! কিন্তু কী এমন ঘটল?


সান বাংলার জনপ্রিয় ধারবাাহিক 'দ্বিতীয় বসন্ত'-এ এবার চাঞ্চল্যকর মোড়। শুরু হচ্ছে মহা সপ্তাহ পর্ব। সেখানেই এবার সাংঘাতিক ঘটনা। 


ধারাবাহিকের গল্প অনুযায়ী, অনিরুদ্ধকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। অন্যদিকে জাগৃতিকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তার মধ্যে সে যদি অনিরুদ্ধকে ফিরিয়ে আনতে না পারে তাহলে তারা ওঅ বাড়ি আর অনির জীবন থেকে দূরে সরে যাবে। অনিকে কি ফিরিয়ে আনতে পারবে জাগৃতি? আর যদি সে সফল হয়েও যায়, তাহলে ফের জাগৃতির জন্য কোন নতুন চ্যালেঞ্জ সাজিয়ে রাখতে চলেছে প্রীতম, যার ফলে তার জীবন তোলপাড় হয়ে যেতে পারে?


এক ঝলকে 'দ্বিতীয় বসন্ত'র গল্প


ছোটপর্দায় জুটি বেঁধেছেন রাজদীপ গুপ্ত ও সোহিনী গুহ রায়। এই ধারাবাহিকের গল্প বলে দুই প্রাপ্তবয়স্ক মানুষের জীবন সফরের যাঁরা তাঁদের প্রেম হারিয়েছেন। রাজদীপ, অর্থাৎ গল্পের নায়ক, তাঁর স্ত্রী, তাঁর সন্তানের মাকে হারিয়েছেন এক দুর্ঘটনায়। অন্যদিকে, নায়িকা অর্থাৎ সোহিনী ও তাঁর ছেলে প্রতারিত হচ্ছে তাঁর স্বামীর দ্বারা। ধারাবাহিকের গল্প যত এগোতে থাকে ততই দেখা যায় তাঁরা কীভাবে নিজেদের জীবনের মানে খুঁজে পায়। ধারাবাহিকের গল্প অনুযায়ী, এখন তাঁরা একে অপরের সঙ্গে ঘর বেঁধেছেন।


আরও পড়ুন: 'Kabir Singh' Controversy: 'কবীর সিংহ' ছবিতে অভিনয় করে 'আফসোস' আদিল হুসেনের, মুখ বদলে দেওয়ার 'হুমকি' সন্দীপ রেড্ডি ভাঙ্গার


এই ধারাবাহিকে রাজদীপ ও সোহিনী ছাড়াও দেখা যায় একাধিক পরিচিত মুখকে। দ্বৈপায়ন, জ্যাসমিন রায় রয়েছেন দ্বিতীয় নায়ক ও নায়িকার চরিত্রে। নায়কের বাবার চরিত্রে গৌতম হালদার ও মায়ের চরিত্রে দেখা যায় অনুশ্রী দাসকে। নায়কের ঠাকুর্দার চরিত্রে রয়েছেন বিপ্লব দাশগুপ্ত। অন্যদিকে নায়িকার শ্বশুরের চরিত্রে মিলন রায়চৌধুরী ও শাশুড়ির চরিত্রে চুমকি চৌধুরীকে দেখা যাবে। অমিত দাসের পরিচালনায় এই ধারাবাহিকের প্রযোজক কনক ভট্টাচার্য। গল্প লিখেছেন সুদীপ পাল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।