কলকাতা: ধারাবাহিকের টিআরপির ওপর নির্ভর করে, অনেক সময়ে নির্ধারিত হয় ধারাবাহিকের টাইম স্লট। শুধু তাই নয়, অনেক সময়ে নতুন ধারাবাহিক আসলেও, বদলে যায় পুরনো ধারাবাহিকের টাইম স্লট। এমনই নতুন ধারাবাহিকের ফলে বদলে গিয়েছে জি বাংলার বেশ কিছু ধারাবাহিকের সময়। কী কী বদল এল ধারাবাহিকের টাইমস্লটে একঝলকে দেখে নেওয়া যাক। 


সদ্য প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিকের প্রোমো। এক সিঙ্গল মাদারের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'কে প্রথম কাছে এসেছি'। মুখ্যভূমিকায় 'গৌরী এল' ধারাবাহিকের গৌরী অর্থাৎ মোহনা মাইতি। সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। এই ধারাবাহিকে মোহনার বিপরীতে দেখা যাবে, সায়ন বসুকে। তবে এই ধারাবাহিকের টাইম-স্লট প্রকাশ্যে আসতেই অবাক হয়েছেন অনেকে। কার্যত সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'অষ্টমী'-র টাইম-স্লট দিয়ে দেওয়া হয়েছে মোহনার নতুন ধারাবাহিককে। 


তবে কি বন্ধ হতে চলেছে 'অষ্টমী'? চ্যানেলের তরফ থেকে জানানো হচ্ছে, বন্ধ নয়, বদল হবে এই ধারাবাহিকের সময়। সাড়ে ৬টা নয়, বরং ৬টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। 'অষ্টমী' ধারাবাহিকের গল্প এখনও টানটান, আর সেই কারণেই এই ধারাবাহিক বন্ধ করার কথা ভাবছেনও না নির্মাতারা। বরং সময় এগিয়ে দিয়েই চালু রাখতে চাইছেন এই ধারাবাহিক। অন্যদিকে জি বাংলায় আসছে আরও এক নতুন রিয়্যালিটি শো, 'রন্ধনে বন্ধন'। ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh) ও গৌরব চক্রবর্তীর (Gaurav Chakrabarty)-র সঞ্চালনায় এক রান্নার রিয়্যালিটি শো-তে বিকেল সাড়ে ৪টের টাইম স্লটে। 


অন্যদিকে, যোগমায়ার টাইমস্লটও বদলানোর সম্ভাবনা রয়েছে। এই ধারাবাহিক এখনই বন্ধ হবে না। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক 'মন দিতে চাই'-এর শ্যুটিং। ফলে এই ধারাবাহিকের সময়েও সরিয়ে দেওয়া হতে পারে 'যোগমায়া'-কে।  কোন ধারাবাহিক কোন সময়ে সম্প্রচারিত হবে, সেই খবর জানার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। 


 






আরও পড়ুন: Tollywood Update: প্রেমের গল্পে জুটি বাঁধছেন ধ্রুব-অঙ্কিতা, পরিচালনায় কে?


আরও পড়ুন: Soumitrisha Kundoo: অভিনেত্রীদের ঝলমলে জীবনের একটা উল্টোদিকও রয়েছে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।