কলকাতা: 'মিনি' (Mini)- ছবির সেই খুদে অভিনেত্রীকে মনে আছে? অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে মনজয় করেছিলেন যিনি? সেই ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)-এবার ধারাবাহিকের মুখ্যচরিত্রে। ফুটিয়ে তুলবেন স্বাধীনতা পূর্ববর্তি এক ভালবাসা আর সংগ্রামের গল্প। ধারাবাহিকের নাম শ্রীমাণ পৃথ্বীরাজ (Shreeman Prithwiraj)। আজ থেকে স্টার জলসায় শুরু হল এই ধারাবাহিক।                                                                                                   


অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট (Acropolis Entertainment) প্রযোজিত এই ধারাবাহিকে অয়ন্নার বিপরীতে মুখ্যচরিত্রে দেখা যাবে সুকৃত সাহা (Sukrit Saha)-কে। ধারাবাহিকে তার নাম হয়েছে মানিক। এই দুই খুদে ছাড়াও ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, কুশল চক্রবর্তী (Kushal Chakraborty), অভিজিৎ গুহ (Abhijit Guha), সোহিনী সান্যাল (Sohini Sanyal), কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty) ও অন্যান্যরা।                                                                                                                                                       


আরও পড়ুন: Shiboprosad-Nandita: আঞ্চলিক ছবির কনক্লেভে বাংলার প্রতিনিধিত্ব করল 'হামি ২', নন্দিতা-শিবপ্রসাদের প্রশংসায় অমল পালেকর


এই ধারাবাহিক তুলে ধরবে মজার মোড়কে এক প্রেমের গল্প। নায়ক মানিক পড়াশোনায় অষ্টরম্ভা। বইখাতায় তার মন লাগে না কিছুতেই। কিন্তু স্কুলে বদমাইশির তালিকায় সে এক নম্বর। এহেন মানিক শ্রীমান পৃথ্বীরাজের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে। এমনকি মাঝে মাঝেই নিজেকে সেই রাজার ভূমিকায় কল্পনা করেন সে। অন্যদিকে গল্পের নায়িকা কমলা পড়াশোনায় তুখোড়, আদব কায়দাতেও। ঝরঝরে ইংরাজি বলে সে, পিয়ানো বাজায়। এহেন জুটি কি কখনও রাজযোটক হতে পারে? সেই গল্পই বলবে এই ধারাবাহিক।