কলকাতা: ধারাবাহিকের বয়স আট মাসও হয়নি, কিন্তু সফর শেষ হচ্ছে 'মিলি'-র। জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক শুরু হয়েছিল ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর। আর মাত্র ৮ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। আজ ছিল 'মিলি'-র শেষদিনের শ্যুটিং। আর শেষ দিনের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগে ভাসলেন খোদ নায়িকা। খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। 


সোশ্যাল মিডিয়ায় আজ একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন খেয়ালী। কোনটা গোটা 'মিলি'-র টিমের সঙ্গে, কোনোটা আবার বিশেষ কিছু বন্ধুদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি ভিডিও শেয়ার করে খেয়ালী লিখেছেন, 'মিলির শ্যুটিং শেষ হল। এই সফরটা মনে থাকবে চিরকাল। কত খাটুনি, ভালবাসা, প্যাশন, কষ্ট... কত কীই ছিল এই সফরের শুরু থেকে। কনক ভট্টাচার্য্য আর আমার সমস্ত বন্ধুদের, অনেক ধন্যবাদ, ভালবাসা আমাদের পাশে থাকার জন্য। অনুভবদা, তুমি এই সফরটাকে আমার জন্য অনেক সোজা করে দিয়েছো। তোমায় অনেক ভালবাসা। আমার ফ্লোর, ক্যামেরার পিছনের মানুষেরা, আলো, প্রোডাকশন... সব্বাই.. সব্বাইকে অনেক ভালবাসা। সবার কথা মনে পড়বে। 'মিলি'-র চরিত্র থেকে ছুটি নিলাম।'


২৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল 'মিলি' ধারাবাহিকের সফর। গল্পের খুব অদ্ভূত মোড়ে শুরু হয়েছিল এক ধারাবাহিক। স্বপ্নের এক বিয়ে আর তার আসর থেকে কনেকে অপহরণ করার ঘটনা দিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের। খেয়ালীর বিপরীতে এই ধারাবাহিকে দেখা গিয়েছিল অনুভবকে। ইতিমধ্যেই বড়পর্দা আর ছোটপর্দায় কাজ করে ফেলেছেন অনুভব। তাঁর জনপ্রিয়তাও রয়েছে। তবে অনুভবের ধারাবাহিক শেষ হয়ে গেল খুব তাড়াতাড়িই, এমনটাই মনে করছেন এই ধারাবাহিকের অনুরাগীরা। 


প্রসঙ্গত, জিবাংলায় নতুন একটি ধারাবাহিক আসতে চলেছে, নাম 'অষ্টমী'। আর নতুন কোনও ধারাবাহিকের আসা মানেই তো পুরনো একটি ধারাবাহিকে বিদায় ঘণ্টা বেজে যাওয়া। কিন্তু এতটা কম সময়ে যে 'মিলি' ধারাবাহিকটা শেষ হয়ে যাবে, সেই প্রত্যাশা করেননি অনেকেই।


 


 






আরও পড়ুন: Debaloy on Anurag Kashyap: 'অনুরাগ যদি এই ছবি দেখেও 'ঘটিয়া' বলেন...' বলিউড পরিচালককে চ্যালেঞ্জ দেবালয়ের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।