কলকাতা: এই ধারাবাহিক আসবার কথা ছিল অনেকদিন আগেই। সাড়া ফেলেছিল ধারাবাহিকে প্রোমোও। অবশেষে প্রকাশ্যে এল নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ' (Ramproshad)-এর সম্প্রচারের সময় ও তারিখ। আগামী ১৭ এপ্রিল থেকে সন্ধে ৬টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি। 


'রামপ্রসাদ' হয়েই দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তাঁর বিপরীতে অভিনেত্রী সুস্মিলি আচার্য (Sushmili Acharya)-কে। আর এই ধারাবাহিকের প্রোমো ও সময় প্রকাশ্যে আসতেই দর্শকেরা প্রশ্ন তুলেছেন 'বালিঝড়' ধারাবাহিকটি নিয়ে। বর্তমানে সন্ধে ৬টার স্লটে দেখা যাচ্ছে এই ধারাবাহিক। তবে সূত্রের খবর, 'রামপ্রসাদ' শুরু হলে কিছুটা এগিয়ে আসতে পারে এই ধারাবাহিক সম্প্রচারের সময়।


'সংসারে থেকেও মা কালী'র আরাধনা যে সম্ভব, তাঁকে ছাড়া যে সংসার ধর্মও করা সম্ভব নয়, সেই বার্তাই পৌঁছে দেবে এই ধারাবাহিক। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রোমোর কমেন্টে সব্যসাচীকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। কেউ লেখেন, 'আপনাকে ফের দেখে খুবই আনন্দ হচ্ছে', কারও কথায় 'অনেকদিন পরে সব্যসাচীতে দেখে ভাল লাগল'। মা কালীর ভূমিকায় দেখা যাবে পায়েল দে-কে। প্রোমোর শুরুতেই দেখা যায় রামপ্রসাদের বাসর রাতে তাঁকে গান গাইতে অনুরোধ করছেন কনের বাড়ির লোকজন। রামপ্রসাদ মা কালীর গান ধরতেই হাসি-ঠাট্টা শুরু। বাসর রাতেও মায়ের গান শুনে সকলেই হাসতে শুরু করে। রামপ্রসাদ রাগ করে বাসর ছেড়ে উঠে যেতেই তাঁর সঙ্গে মায়ের দেখা। মা কালীর নির্দেশেই ফের তিনি ধরেন মায়ের গান। 'ডুব' দেন মায়ের গানে, মায়ের আরাধনায়। সংসার করতেও মা কালীর আরাধনা প্রয়োজন, সেই বার্তাই জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবে এই ধারাবাহিক।                               


অন্যদিকে, শোনা যাচ্ছে শেষ হয়ে যেতে পারে ধারাবাহিক 'গাঁটছড়া'-ও। 'গুড্ডি' ধারাবাহিকে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনুজের। সেই ধারাবাহিকও খুব তাড়াতাড়ি শেষ হবে বলে শোনা যাচ্ছে। শুরু হতে চলেছে আরও একগুচ্ছ নতুন ধারাবাহিকও। সব মিলিয়ে স্লট বদলাতে পারে বেশ কয়েকটি ধারাবাহিকের।


আরও পড়ুন: Gargee RoyChowdhury Exclusive: একটা সময় কমার্শিয়াল ছবিতে অভিনয় না করা আমার সচেতন সিদ্ধান্ত ছিল