কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) এবার চাঞ্চল্যকর মোড়। আসন্ন নববর্ষে (Bengali New Year 2024) ঘটতে চলেছে সাংঘাতিক ঘটনা। অগ্নি কি ষড়যন্ত্র থেকে নিজের প্রাণ বাঁচাতে পারবে? কী হতে চলেছে এদিন?

Continues below advertisement

'ফেরারি মন' ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়

নিখিলের মুখ থেকে তার কুকীর্তির কথা বের করতে একের পর এক ছলচাতুরির সাহায্য নিয়ে চলে তুলসি। ধীরে ধীরে নিজের লক্ষ্যে পৌঁছতে থাকে সে। একেবারে সেই মুহূর্তের কাছাকাছি পৌঁছে যায় তুলসি যে আর একটু হলেই তিতিরের দুর্ভাগ্যজনক মৃত্যুর পিছনে যে নিখিলের হাত রয়েছে প্রকাশ্যে চলে আসবে। অন্যদিকে, তুলসির লক্ষ্যে তার পাশে এসে দাঁড়ানোর কথা দেয় অগ্নি। কিন্তু বারবার সে জোর দিয়ে বলতে থাকে যে নিখিলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার আগে পোক্ত প্রমাণ একত্রিত করা প্রয়োজন।

Continues below advertisement

এদিকে চৈত্রের শেষ। নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে মেতে ওঠার সময় এক সাংঘাতিক সত্য আসে প্রকাশ্যে যা উৎসবের মেজাজে জল ঢেলে দেয়। তুলসি এসে নিখিলের সত্যতা অগ্নির কাছে বলার আগেই অন্য কেউ একজন নিখিলকে সতর্ক করে দেয়। যার ফলে হতভম্ব হয়ে যায় অগ্নি। এদিকে নিখিল হাতেনাতে এমন হঠাৎ ধরা পড়ে গিয়ে তড়িঘড়ি সখ্য পাতায় রঞ্জন ও পরমার সঙ্গে। আসন্ন দুর্দশা থেকে নিজেকে বাঁচাতে হাত মেলায় তারা। সত্যির মুখ চাপতে পরমা এক সাংঘাতিক ভয়ানক পদক্ষেপ নেয় - অগ্নিকে সে খুন করে!

এই ঘটনাই কি অগ্নির জীবনের ইতি ডেকে আনবে সত্যি? নাকি আরও গভীর কোনও ষড়যন্ত্র দানা বাঁধছে ভিতরে ভিতরে?

আরও পড়ুন: Devi Chowdhurani: কালো পাগড়ি, দাড়িতে ঢাকা মুখ... 'দেবী চৌধুরানি' ছবির এই অভিনেতাকে চিনতে পারছেন?

'ফেরারি মন' ধারাবাহিকের গল্প এক ঝলকে

তুলসি, এক মেধাবী নারী, যে জীবন কিছু আদর্শে বাঁচে ও লড়াই করতে জানে। ছোটবেলা থেকেই যা সঠিক, তার পক্ষেই থেকেছে সে। অন্যদিকে অগ্নির চরিত্র একেবারে উল্টো। ক্ষমতাসম্পন্ন এক পরিবারের অহঙ্কারী ছেলে সে। নিজের ইচ্ছামতো জিনিস আদায় করতে সর্বদা সে নিজের ক্ষমতার ব্যবহার করেছেন তিনি। জীবনে সবকিছুই এত সহজে সে পেয়ে গেছে যে কোনটা সঠিক কোনটা ভুল তার বিচার অগ্নি করতে জানে না। কলেজে অগ্নি ও তুলসির আলাপ হয়। প্রথম থেকেই শুরু হয় ঝগড়া। কিন্তু ঝগড়া, দ্বন্দ্ব, একেবারে ভিন্ন দুই চরিত্রের হওয়া সত্ত্বেও গল্পের ফেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাঁরা। তুলসি ও অগ্নির দুষ্টুমিষ্টি প্রেমের কাহিনি দর্শকের মন জয় করে। তারপর?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।