কলকাতা: আসছে বাঙালির নববর্ষ (Bengali New Year)। নতুন বছরে নতুন করে সাজছে বাঙালির প্রত্যেকদিনের সঙ্গী ধারাবাহিকও (Daily Serials)। বিভিন্ন ধারাবাহিকেই নতুন বছরে নতুন দিকে মোড় নিচ্ছে গল্প। কালার্স বাংলার (Colors Bangla) ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'র (Tumpa Autowali) গল্পেও নয়া মোড়।
নববর্ষে নয়া চমক 'টুম্পা অটোওয়ালি'র
নববর্ষের বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে শোনা যাবে টুম্পা ও গিরিজাকে। যদিও প্রথমে টুম্পাকে গান গাইতে বলা হবে, অথচ সকলেই জানেন যে সে বিশেষ ভাল গান গাইতে পারে না। কিন্তু সকলকে অবাক করে দিয়ে খুব সুন্দর করে গান গাইতে শুরু করবে সে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সকলে বুঝতে পারবে যে নেপথ্য থেকে কণ্ঠ দিচ্ছে গিরিজা। অন্যদিকে গোটা পরিবারের জন্য রান্না করবে অলোকেশ। তাকে সাহায্য করবে টুম্পা, নেহা ও ভজহরি। বিশেষভাবে খুব সুন্দর করে সাজানো হবে তাদের বাড়ি, এবং অনুষ্ঠানের জন্য আবীর ও অর্ক ধুতি পরবে।
ধারাবাহিকে টুম্পার চরিত্রে অভিনয় করেন ডোনা ভৌমিক ও আবীরের চরিত্রে দেখা যায় সায়ন বসুকে।
এক ঝলকে 'টুম্পা অটোওয়ালি'র গল্প
বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক।
ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। পড়াশোনাও সমানতালে চালিয়ে যায় সে। তার অটোকে মানুষ হিসেবেই দেখে টুম্পা, যার নাম রেখেছে 'জান'। অন্যদিকে গল্পের অপর মুখ্য চরিত্র আবীর। অভিনয়ে সায়ন বসু। সে এক সফল অ্যাপ-ক্যাব সংস্থার মালিক। তবে স্বভাবের দিক থেকে বেশ অহঙ্কারী সে।
আরও পড়ুন: 'Pherari Mon': নববর্ষ উপলক্ষ্যে বিশেষ পর্ব 'ফেরারি মন'-এ, স্পেশাল পারফর্ম্যান্স তুলসী ও অগ্নির
তাঁদের স্বভাব চরিত্র একেবারে ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে টুম্পা ও আবীরের বিয়ে হয় একে অপরের সঙ্গে। নিজেদের শ্রেণি বিভাজন ভুলে একসঙ্গে থাকা এবং নতুন জীবনের পথে এগিয়ে চলাই এই ধারাবাহিকের গল্প। তাঁদের এই অসম জুটি বেশ পছন্দ করেন দর্শক।