কলকাতা: বাঙালি দর্শকের নিত্যদিনের সঙ্গী ধারাবাহিক (Daily Serial)। ভিন্ন চ্যানেলে ভিন্ন ধরনের ধারাবাহিক। কোথায় কী চলছে, কোন ধারাবাহিকের গল্পে কোন নয়া মোড়? সমস্ত আপডেট আপনাদের এনে দিই আমরা। এখানে তেমনই রইল, কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'র (Tumpa Autowali) সর্বশেষ আপডেট। কোন পর্যায়ে দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প? আসতে চলেছে কোন নতুন ট্যুইট? দেখে নেওয়া যাক। 


কোথায় দাঁড়িয়ে 'টুম্পা অটোওয়ালি'র গল্প?


টুম্পার তাঁর নিজের কলোনির পুজোর সমস্ত খরচ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই পুজোয় সে গোটা পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে হইহই করে মেতে ওঠে। অষ্টমীর দিন এসে পৌঁছতেই সকলের চোখ টুম্পির ওপর। কারণ সে কুমারী পুজোর জন্য পবিত্র সাজে এসে উপস্থিত হয়। তার বাবা মা তাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেয়। মেয়েকে দেখে টুম্পা ও আবীর, দুজনেই আবেগঘন। এই দম্পতি, তারা মনেপ্রাণে বিশ্বাস করে যে ঈশ্বর সকল শিশুর মধ্যেই বাস করেন, এবং তারা সিদ্ধান্ত নেয় যে কলোনির সকল দুঃস্থ শিশুদের শাড়ি দেবে।


কিন্তু এই সুন্দর দিনের মধ্যেও হঠাৎই নেমে এল অন্ধকার। এই পবিত্র দিনেও ষড়যন্ত্র করা থেকে পিছপা হল না অস্মিতা। সে পুজোর জন্য প্রস্তুত করে রাখা খাবারে মিশিয়ে দেয় বিষ, যে খাবার খুদে টুম্পির খাওয়ার কথা। কিন্তু দেবী দুর্গার আবাহন মানে তো দুষ্টের দমন, শিষ্টের পালন। মায়ের সামনেই কি বিষ মেশানো খাবার খাবে টুম্পি? নাকি এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে বেঁচে ফিরতে পারবে সে? সবই অবশ্য জানা যাবে প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কালার্স বাংলায় 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে।


এক ঝলকে 'টুম্পা অটোওয়ালি'র গল্প


বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক। 


ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। পড়াশোনাও সমানতালে চালিয়ে যায় সে। তার অটোকে মানুষ হিসেবেই দেখে টুম্পা, যার নাম রেখেছে 'জান'। অন্যদিকে গল্পের অপর মুখ্য চরিত্র আবীর। অভিনয়ে সায়ন বসু। সে এক সফল অ্যাপ-ক্যাব সংস্থার মালিক। তবে স্বভাবের দিক থেকে বেশ অহঙ্কারী সে। 


আরও পড়ুন: Kangana Ranaut: 'শ্রীকৃষ্ণের কৃপা হলে...', লড়তে পারেন লোকসভা ভোটে? রাজনীতিতে পা কঙ্গনার?


তাঁদের স্বভাব চরিত্র একেবারে ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে টুম্পা ও আবীরের বিয়ে হয় একে অপরের সঙ্গে। নিজেদের শ্রেণি বিভাজন ভুলে একসঙ্গে থাকা এবং নতুন জীবনের পথে এগিয়ে চলাই এই ধারাবাহিকের গল্প। তাঁদের এই অসম জুটি বেশ পছন্দ করেন দর্শক। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial