কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক। আর এই প্রথম ছোটপর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবলীনা কুমার (Devlina Kumar)। সোশ্যাল মিডিয়ায় সেট থেকে ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী। আজ থেকে ছোটপর্দার দৌড়ে নামছেন তিনি।
'সাহেবের চিঠি' (Shaheber Chithi) ধারাবাহিকে দেবলীনার চরিত্রের নাম রাইমা (Raima)। গল্পের নায়ক সাহেবের বন্ধু তিনি। শুধুই কি বন্ধু? পর্দার অভিনেত্রী ধারাবাহিকেও অভিনেত্রী। ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে ছোটপর্দায় জুটি বাঁধছেন প্রতীক সেন (Pratik Sen) এবং দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। এই ধারাবাহিকের গল্পে প্রতীকের চরিত্রের নাম সাহেব । আর দেবচন্দ্রিমাকে দেখা যাবে চিঠির ভূমিকায় । চিঠি একজন পিওন। আর দেবলীনা? তাঁর চরিত্র একজন নায়িকার। সাহেবের খুব ভালো বন্ধু রাইমা। সে মনে করে, সে আর সাহেব জুটি হিসেবে সবচেয়ে সেরা। কিন্তু সাহেব আর চিঠির সম্পর্কে ঠিক কী ভূমিকায় হবে রাইমার?
আরও পড়ুন: Rukmini Birthday: হাতে হাতে রেখে হেঁটে চলা বহুদূর.. জন্মদিনে রুক্মিণীর জন্য কী লিখলেন দেব?
অভিনেত্রী বলছেন, 'ছোটপর্দায় ও খলনায়িকার চরিত্রে আমার এই প্রথম অভিনয়। মানুষগুলো আমার খুব চেনা হলেও রাইমার চরিত্র ফুটিয়ে তোলা আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ। চেষ্টা করছি যথাযথভাবে চরিত্রটা ফুটিয়ে তোলার। কিন্তু কতটা সফল হলাম তা দর্শক বলবেন। আমার চরিত্র একজন নায়িকার। যে গল্পের নায়ক সাহেবের খুব ভালো বন্ধু। তার মনে সাহেব আর রাইমাই হল সেরা জুটি। এরপর সাহেব আর চিঠির সম্পর্কে ঠিক কোন ভূমিকা পালন করবে নায়িকা রাইমা, সেই উত্তর দেবে ধারাবাহিকের গল্প।'
আজ সোশ্যাল মিডিয়ায় প্রতীকের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন দেবলীনা। ক্যাপশানে দেবলীনা লিখেছেন, 'কোনও অতিথি চরিত্রে নয়, নাচের গুরু হিসেবেও নয়। এই প্রথম ধারাবাহিকের গল্পে নেতিবাচক চরিত্রে। আশা করি সবার সমর্থন আর ভালোবাসা পাব। আজ থেকে আমি রাইমা চট্টোপাধ্যায় (Raima Chatterjee)