মুম্বই: বলিউডের অন্যতম সেনসেশন সানি লিওনির (Sunny Leone) সঙ্গে এবার কথা বলা যাবে সরাসরি। মোবাইলে চ্যাটিং হোক বা ভিডিয়ো কল, সবেতেই উপলব্ধ থাকবেন সানি। কিন্তু তিনি নিজে নন, বরং তাঁরই একটি ক্লোনের সঙ্গে কথা বলতে পারবেন অনুরাগীরা। ভারতে এই প্রথম কোনও তারকা আনুষ্ঠানিকভাবে নিজের এআই ক্লোন তৈরি করলেন। মুম্বইতে সানি লিওনির এই এআই ক্লোনের উদ্বোধন হয়েছে ১৬ জানুয়ারি।
কীভাবে চ্যাট হবে সানি লিওনির সঙ্গে ?
কামোটো ডট এআই (Kamoto.AI) সংস্থার মাধ্যমেই এই ক্লোনিং করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সংস্থার প্রধান তোশেন্দ্র শর্মা এবং রোহেন্দ্র সিং মুম্বইতে এক বিশাল সমাবেশে সানি লিওনির এই এআই ক্লোনের উদ্বোধন করেন। কামোটো ডট এআই ব্যক্তিগত কিছু তথ্যের ভিত্তিতে খুব সহজে কয়েকটা ক্লিকেই যে কোনও মানুষের ভার্চুয়াল এআই রেপ্লিকা বানিয়ে ফেলতে পারে। সানি লিওনির এই ক্লোনটিও বহু প্রশিক্ষণ এবং কণ্ঠস্বর আত্তীকরণের মাধ্যমে বানানো হয়েছে। সানির সঙ্গে এই কামোটো এআইয়ের মার্চেন্ডাইস প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই যে কেউ সানির ক্লোনের সঙ্গে চ্যাট ও ভিডিয়ো কলে কথা বলতে পারেন। তবে কেউ চাইলে সানি লিওনির (Sunny Leone) এলিট ক্লাবের সদস্যপদও নিতে পারেন। আর কিছু সৌভাগ্যবান অনুরাগী সানির সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগও পাবেন।
কী এই কামোটো ডট এআই ?
কামোটো ডট এআই (Kamoto.AI) মূলত এমন একটি প্ল্যাটফর্ম যারা বিভিন্ন এআই ক্যারেকটার নিয়ে কাজ করে, তাদের প্রশিক্ষণ দেওয়া, এমনকী তাঁর সাহায্যে অর্থোপার্জনের উপায় করার চেষ্টাই এদের মূল কাজ। এক্ষেত্রে বিভিন্ন তারকা এবং ইনফ্লুয়েন্সারদের কাছে তারা এমন আবেদন রাখেন যাতে তাদের এআই ক্লোন নির্মাণ করে মার্কেটপ্লেসে তা দিয়ে অর্থোপার্জন সম্ভব হয়।
সানি কী বললেন ?
এ প্রসঙ্গে সানি লিওনি (Sunny Leone) নিজে বলেন, 'আমার এআই ক্লোনের উদ্বোধন আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা যেন। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি চাই অনাস্বাদিত কিছু আগে দেখা হয়নি এমন কিছু জানতে, শিখতে, বুঝতে যা আমাকে একজন শিল্পী হিসেবেও এবং ব্যবসার দিক থেকেও অনেক সমৃদ্ধ করে তুলবে। আমার এআই ক্লোনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আমি আশা করছি অনুরাগীদের সঙ্গে আমার সম্পর্ক আরও উন্নত হয়ে উঠবে।'
কামোটো এআইয়ের প্রধান তোশেন্দ্র সিংয়ের মতে, 'সানি লিওনিই প্রথম আন্তর্জাতিক স্তরের তারকা যিনি এই এআই ক্লোনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আমরা চাই পরে আরও বিখ্যাত মানুষেরা তাদের ক্লোন তৈরি করুক। লাইসেন্স সহ এআই ক্লোন তৈরির সমস্ত নৈতিক বিষয় এবং নিরাপত্তা সম্পর্কে যাচাই করে নেওয়া হয়েছে সংস্থার তরফে।'