কলকাতা: সম্প্রতি ৩৫০ পর্ব (350 Episodes Completed) সম্পূর্ণ করল কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)। আর এই সময়ে ধারাবাহিকের গল্পে এক বড়সড় বদল দেখতে পাবেন দর্শক। কোন দিকে মোড় নেবে টুম্পার গল্প?


'টুম্পা অটোওয়ালি'র গল্পে নতুন মোড়


অশোক অপহরণ করেছে সাবিত্রী, অর্ক ও পম্পাকে। অশোকের কবলে রয়েছে তারা প্রত্যেকে। আর সেই সুযোগে টুম্পার কাছে নিজের একাধিক দাবি পেশ করে অশোক। এমনকী টুম্পাকে সেই সমস্ত কথা কাউকে বললে সাবিত্রী, অর্ক ও পম্পাকে মেরে ফেলার হুমকিও দেয় অশোক। অন্যদিকে, আবির বুঝতে পারে যে টুম্পা কিছু একটা লুকোচ্ছে। কিন্তু বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও আবিরকে কিছু বলতে নারাজ টুম্পা। 


এদিকে অশোকের দাবি অনুযায়ী, তার জন্য নকল পাসপোর্ট বানায় টুম্পা, তার জন্য টাকা চুরি করে, এমনকী তার পালানোর জন্য গাড়ির বন্দোবস্তও করে। টুম্পা সকলকেই বাঁচাতে সফল হয়, কেবল খুব গুরুত্বপূর্ণ একজনকে ছাড়া। কে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে টুম্পার অত্যন্ত কাছের অথচ এই প্রথমবার তাকে বাঁচাতে অসফল হচ্ছে সে? এই ঘটনা কীভাবে টুম্পার ভবিষ্যত বদলে দেবে?


এক ঝলকে 'টুম্পা অটোওয়ালি'র গল্প


বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক। 


ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। পড়াশোনাও সমানতালে চালিয়ে যায় সে। তার অটোকে মানুষ হিসেবেই দেখে টুম্পা, যার নাম রেখেছে 'জান'। অন্যদিকে গল্পের অপর মুখ্য চরিত্র আবীর। অভিনয়ে সায়ন বসু। সে এক সফল অ্যাপ-ক্যাব সংস্থার মালিক। তবে স্বভাবের দিক থেকে বেশ অহঙ্কারী সে। 


তাঁদের স্বভাব চরিত্র একেবারে ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে টুম্পা ও আবীরের বিয়ে হয় একে অপরের সঙ্গে। নিজেদের শ্রেণি বিভাজন ভুলে একসঙ্গে থাকা এবং নতুন জীবনের পথে এগিয়ে চলাই এই ধারাবাহিকের গল্প। তাঁদের এই অসম জুটি বেশ পছন্দ করেন দর্শক। 


আরও পড়ুন: Premature Grey Hair: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না


এরপর কী ঘটল জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক। প্রত্যেকদিন সন্ধে সাড়ে ৭টায় কালার্স বাংলায় দেখা যায় 'টুম্পা অটোওয়ালি'।