কলকাতা: ফের বিয়ে সারলেন নবনীতা দাস (Nabanita Das)? বেনারসি শাড়ি, মাথায় ওড়না, মুকুট, গলায় মালা, সিঁথি ভর্তি সিঁদুর! জিতুর সঙ্গে বিচ্ছেদের পর কার সঙ্গে বাঁধলেন গাঁটছড়া? না, ঘাবড়াবেন না। বাস্তব জীবনে নয়, ফের একবার সাত পাকে বাঁধা পড়লেন নবনীতা, ধারাবাহিকে। এখানেও দ্বিতীয়বার বিয়ে সারলেন তিনি। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'বিয়ের ফুল'-এর (Biyer Phool) গল্প এবার কোন নতুন মোড়?
ফের বিয়ে সারলেন নবনীতা ওরফে কলি?
সান বাংলার 'বিয়ের ফুল' ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী নবনীতা দাস। ধারাবাহিকের গল্প অনুযায়ী আগেই একবার বিয়ে করেছে কলি। কিন্তু ফের তাকে দেখা গেল বধূ বেশে। ঠিক কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প?
ধারাবাহিকের গল্প অনুযায়ী, কলি অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সেই সঙ্গে সে এও ঠিক করেছিল যে স্বর্ণকুমারকে নিশ্চয়ই নিজের ভালবাসা দিয়ে সে ফিরিয়ে আনবে। তাই নিজের নকল বিয়ের অভিনয় করে, স্বর্ণকে নিজের প্রেমে ফেলে সে। আবারও কলির প্রেমে পড়ে স্বর্ণ, নতুন করে। আবার নিজেদের একসঙ্গে সংসার শুরু করল কলি ও স্বর্ণ। কিন্তু স্বর্ণ ও কলির নতুন এই সংসার কি রাখতে দেবে দর্শনা? দাদু কি ফের মেনে নিতে পারবেন কলিকে? উত্তর পেতে চোখ রাখতে হবে 'বিয়ের ফুল' ধারাবাহিকে।
আরও পড়ুন: SRK at Shirdi Sai Baba Temple: ছবি মুক্তির আগে শিরডি সাঁইবাবার শরণে কিং খান, সঙ্গী মেয়ে সুহানা
'বিয়ের ফুল' ধারাবাহিকে নবনীতা দাসের বিপরীতে স্বর্ণর চরিত্রে দেখা যায় অভিনেতা রাজা গোস্বামীকে। ধারাবাহিকে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, দুলাল লাহিড়ী (Dulal Lahiri), মনোজ ওঝা, সৌম্য বন্দ্যোপাধ্যায় (Soumya Banerjee), স্বাগতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা বসু, রিমঝিম মিত্র (Rimjhim Mitra), ও কৌশিক বসু। শিবাংশু ভট্টাচার্য্যের পরিচালনায় এই বছরের জুন মাস থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের গল্প এমন এক পরিবারকে নিয়ে যেখানে পাঁচ ভাইয়ের লক্ষ্য, তারা চিরকুমার থাকবে। জীবনে প্রেম বা বিয়ে নৈব নৈব চ। তাদের পরিবারের নাকি অভিশাপ রয়েছে। অতীতে এক দুর্ঘটনার ফলেই নাকি তাদের এই সিদ্ধান্ত। আর এই পরিবারের সবসময় ক্ষতি করার চেষ্টা করে দর্শনা। এই চরিত্রে দেখা যাবে রিমঝিমকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।