কলকাতা: রোহিনীর ষড়যন্ত্রের মুখোমুখি রাম ও কৃষ্ণা (Ram Krishnaa)। দুই বোনের মধ্যেই দ্বন্দ্ব তৈরিতে উঠে পড়ে লেগেছে সে। এখন কোথায় দাঁড়িয়ে 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের গল্প (Daily Serial Update)? নতুন কোন পরিস্থিতির শিকার হবে রাম ও কৃষ্ণা?


বন্ধ্যাত্বর কারণ কি শুধু মেয়েরা? 


এবার তুলতুলির জন্য নয়, এক মেয়ের অস্তিত্বের লড়াইয়ে পাশে দাঁড়াল কৃষ্ণা। বিয়ের পর এবার রামের প্রথম জামাইষষ্ঠী। কৃষ্ণা এবং রাম যুগলে মিলে কৃষ্ণার বাড়িতে আসে যেখানে জামাইষষ্ঠী উদযাপনের সমস্ত আয়োজন করে শর্মিলা। রামের পূর্ণিমা ঠাম্মি কৃষ্ণার ছোটমা শর্মিলাকে নিজের মেয়ের মতো ভালবাসেন। তাই মেয়ে শর্মিলা আর জামাই অর্ঘ্যকেও তিনি নিজের বাড়িতে নেমন্তন্ন করে। শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসার পর, রাম অর্ঘ্য আর শর্মিলাকে নিয়ে আসে নিজেদের বাড়িতে। বিধি মেনে জামাইষষ্ঠীর সকল নিয়মকানুন পালন করে পূর্ণিমা।


বাড়ির বড় ছেলে শিবাও আজ খুব খুশি। তার বিশ্বাস অবশেষে সে পিতৃসুখ পেতে চলেছে। কিন্তু সকল আশা ধুলোয় মিশে যায় যখন তুলতুলি এসে জানায় তার প্রেগন্যান্সি রিপোর্ট 'নেগেটিভ' এসেছে। অত্যন্ত রাগের বশে শিবা তুলতুলিকে অকথ্য ভাষায় কথা শোনাতে থাকে। এমনও বলে যে তুলতুলি একজন অসম্পূর্ণ নারী যে কোনওদিন সন্তানসম্ভবা হতে পারবে না। এই পরিস্থিতিতে কৃষ্ণা এবার রুখে দাঁড়ায় শিবার বিরুদ্ধে। কারণ এই সমস্যা কোনওদিনই যে শুধু মহিলাকেন্দ্রিক হতে পারে না! শিবা কেন যাচাই করছে না তার নিজের মধ্যে কোনও সমস্যা আছে কিনা? এ বিষয়ে রাম কৃষ্ণাকে সমর্থন করে। প্রথমে নিজেদের ছেলের বিরুদ্ধে এ কথা শুনে অস্বস্তি বোধ করলেও পরে গিয়ে নারায়ণ আর কমলা কৃষ্ণার যথেষ্ট প্রশংসা করে।


এর আগে যা ঘটেছে...


সিঙ্গাপুরে অবস্থিত 'আলেয়া অকশন হাউস' কলকাতায় প্রাচীন জিনিসপত্রের বিক্রয়ের জন্য একটি অকশনের ঘোষণা করেছে। 'ছায়া আর্কিটেক্টস'-এর নতুন মালকিন রোহিনী মুখোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে তার কোম্পানি সেখানে অংশগ্রহণ করবে। অপরদিকে অর্ঘ্য এসে আঁখি আর বিক্রমকে জানায় 'রোহিনী সলিউশন্স'ও এতে অংশ নেবে।


আরও পড়ুন: Aparajita Adhya: 'ঢেউয়ে তলিয়ে যাচ্ছিলাম...', পুরীর সমুদ্রে গিয়ে চোট পেলেন হাঁটুতে, কী বললেন অপরাজিতা আঢ্য?


খবরটি জানতে পারে রোহিনী আবার এক নতুন কূটনীতি প্রয়োগ করে। দুই বোন, কৃষ্ণা আর আঁখির মধ্যে রেষারেষি তৈরি করার ফন্দি আঁটেন তিনি। অর্ঘ্য অবশ্য এই সমস্ত বিষয়টির মধ্যে এক টুকরো আশার আলো দেখতে পায়। তার দুই মেয়ে, কৃষ্ণা আর আঁখি এই পুরো বিষয়টা কীভাবে সামাল দেবে, তা নিয়ে একটা নতুন প্ল্যান তৈরি করে। জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৭টায়, কালার্স বাংলা ও জিও সিনেমায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।