কলকাতা: বাঙালি দর্শকের মন জয় করতে এক নতুন ধারাবাহিক নিয়ে হাজির জনপ্রিয় চ্যানেল 'আকাশ আট' (Akash Aath)। প্রচেত গুপ্তের লেখা 'মধুর হাওয়া' (Madhur Hawa) গল্প অবলম্বনে শুরু হচ্ছে নয়া ধারাবাহিক। (New Serial Update)


নতুন ধারাবাহিক 'মধুর হাওয়া'র ঘোষণা


মূল কাহিনি লিখেছেন প্রচেত গুপ্ত। রাকেশ ঘোষের কাহিনি বিন্যাসে, অভিনন্দন দত্তের সংলাপে, এই ধারাবাহিকের পরিচালক অনিন্দ্য সরকার।


উত্তর কলকাতার সান্যাল বাড়ির কর্তা নীহাররঞ্জন সান্যাল। আশি বছর বয়সী নীহাররঞ্জন বাবু প্রাচীনপন্থী। কানন দেবীর অভিনয়ের ভক্ত ছিলেন তিনি। এখনও ঘরে কাননবালার পুরনো গানের রেকর্ড, ছবি সঞ্চিত। নীহারঞ্জনবাবুর স্ত্রী কিরণময়ী। অল্প বয়সে কিরণময়ীর কণ্ঠে কাননবালার গান শুনেই মুগ্ধ হয়েছিলেন নীহাররঞ্জন।


ফুলশয্যার রাতে স্ত্রীর নাম বদলে কানন রাখতে চেয়েছিলেন। কিরণময়ী বেঁকে বসেন। নীহাররঞ্জন তখন নিজের বাড়ির নাম রাখেন কিরণ কানন। কিশোরী কিরণ দুষ্টমি করে পাথর খোদাইয়ের সেই নামে ইট দিয়ে ঘষে ঘষে কানন কথাটি মুছে দিয়েছিলেন। এত বছরের বিবাহিত জীবনে নীহাররঞ্জন ও কিরণময়ীর সম্পর্কে সতীন কাঁটা হয়ে রয়েছে আজও কাননদেবী। নীহাররঞ্জন ও কিরণময়ীর এই ঝগড়াঝাঁটির মধ্যেও লুকিয়ে রয়েছে এক মিষ্টি মধুর সম্পর্ক। তাদের দুই সন্তান নিরঞ্জন ও নিহারীকা। নিরঞ্জনবাবু বাংলার শিক্ষক। নিরঞ্জনবাবুর স্ত্রী কল্যাণী। এঁদের চার সন্তান। বড়ছেলে কুণাল, মেজছেলে মনোজ, ছোটছেলে বিজয় আর একমাত্র মেয়ে বনলতা। নীহাররঞ্জনবাবুর নয়নের মণি, এই নাতনি বনলতা। আর আছে এই বাড়িতে কুণাল ও মনোজের স্ত্রী সুজাতা ও পাপিয়া। রয়েছে দুই খুদে সদস্য সুজাতা কুণালের মেয়ে ও ছেলে পায়েস আর সন্দেশ। চার প্রজন্ম একই বাড়িতে একসঙ্গে আলাদা আলাদা আদর্শে বিশ্বাসী। দিনের শেষে এক মিস্টি মধুর সম্পর্কে জড়িয়ে থাকা এক মিষ্টি যৌথ পরিবারের গল্প 'মধুর হাওয়া'। 


আরও পড়ুন: Sahityer Shera Somoy: 'সাহিত্যের সেরা সময়'-এর হাত ধরে ছোটপর্দায় আসছে জনপ্রিয় গল্প 'বউচুরি'


এই ধারাবাহিকে অভিনয়ে দেখা যাবে, অরিজিৎ গুহ, অর্ণা ধর, গোপা নন্দী, সবুজ বর্ধন, শুভাশিস বন্দ্যোপাধ্যায়, জয়িত্রী বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চক্রবর্তী, শেখর পাল, শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, সৈকত দাস, শতাব্দী নাগ, রিয়া দাস, স্বরূপ দে, আয়ুশ্রী মুখোপাধ্যায়, শ্রেয়সী বিশ্বাস, ডেভিড মিত্র, প্রীতম দাস, মন্টু দাস। অরিজিৎ গুহ ও গোপা নন্দীর কথায়, ''মধুর হাওয়া' ধারাবাহিক নিঃসন্দেহে দর্শকদের মধ্যে একটি আলাদা স্থান তৈরি করতে চলেছে। কিরণময়ী এবং নীহাররঞ্জনের রোম্যান্টিক, খুনসুটিতে ভরা বন্ধন দর্শককে বুঁদ করবে এবং সমস্ত উৎসাহ এবং আগ্রহের সঙ্গে ধারাবাহিকটি দেখতে বাধ্য করবে।' ৫ অগাস্ট থেকে সোমবার থেকে শনিবার এই ধারাবাহিক 'আকাশ আট' চ্যানেলে দেখা যাবে সন্ধ্যা ৭টায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।