কলকাতা: ২ বছরেরও বেশি সময় পরে ফের বাংলা ধারাবাহিকের মুখ্যভূমিকায় সোমরাজ মাইতি (Somraj Maity)। স্টার জলসার (Star Jalsa)-র নতুন ধারাবাহিক 'চিনি'-তে নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আজই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। তাঁর বিপরীতে দেখা যাবে এক নতুন নায়িকাকে। নাম ইন্দ্রাণী ভট্টাচার্য্য। 


সদ্যই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। তবে একেবারে ঘরোয়া গল্প নয়... এই ধারাবাহিকে প্রেমের সঙ্গে মিশে থাকবে রহস্য আর সেই সঙ্গে কি থাকবে এক জাতিস্মরের গল্প? ধারাবাহিকের প্রোমো অন্তত সেই গল্পই বলছে। রহস্যের সঙ্গে সঙ্গে রয়েছে এক অসম প্রেমের গল্পও। সোমরাজ ও ইন্দ্রাণীর যে প্রেমের সম্পর্ক হবে তা এই ধারাবাহিকের প্রোমো থেকই স্পষ্ট। 


এই ধারাবাহিকে নায়িকার নাম চিনি। প্রোমোতে দেখা গিয়েছে, সে এক ড্রাইভারের মেয়ে। তবে তার নাকি রায়চৌধুরী বাড়িতে আসা নিষেধ। হাজার ইচ্ছে থাকলেও, বাবা যে বাড়িতে চাকরি করে, সেই বাড়িতে ঢোকা বারণ চিনির। কিন্তু অবশেষে সুযোগ আসে দ্রোণের হাত ধরে। এই দ্রোণের ভূমিকাতেই দেখা যাবে সোমরাজকে। দ্রোণের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে চিনির। অন্যদিকে রায়চৌধুরী পরিবারের বাড়িতে চিনি ঢোকার অনুমতি পেয়েছে শুনেই অসন্তুষ্ট হয় দ্রোণের ঠাকুমা। কিন্তু চিনি বাড়িতে দৌড়ে ঢুকেই পা ছুঁয়ে প্রণাম করে তার। 


কিন্তু এই পা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্যপট। চিনি দেখে, অন্ধকারে একটি আলো দিয়ে সাজানো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে। রায়চৌধুরী বাড়ি যেন একপলকে চলে গিয়েছে কয়েকশো বছর আগে। আর তার সামনে দিয়ে বেপরোয়া গতিতে ছুটে যাচ্ছে একটি গাড়ি। তাতে যেন আগুন ধরে গিয়েছে আর সেখান থেকে ভেসে আসছে মেয়েলি কন্ঠের চিৎকার। চিনি চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসে বলতে বলতে, 'ওকে বাঁচাও ও পুড়ে যাবে।'


কিন্তু তাকে ধরে ফেলে দ্রোণ। সামনে দাঁড়ানো বাবার গাড়ির দিকে আঙুল দিয়ে চিনি বলে 'গাড়িতে আগুন... ও পুড়ে যাবে'। ভুল ভাঙিয়ে দ্রোণ প্রশ্ন করে, গাড়িতে যদি সত্যিই আগুন লাগত তবে সে গাড়ি করে চিনি এই বাড়িতে এল কি করে? এই কথায় যেন সম্বিৎ ফেরে চিনির। সে দেখে সব আগের মতোই রয়েছে। তখন তার মনে প্রশ্ন জাগে.. যা দেখছিল তা কি সত্যি না মিথ্যে?


ট্রেলারে প্রেম, প্রতিজ্ঞা, রহস্য সবই থাকলেও এই ধারাবাহিক দর্শকদের কতটা মন জয় করতে পারে সেটাই দেখার। এখনও প্রকাশ্যে আসেনি এই ধারাবাহিক সম্প্রচারের তারিখ।



আরও পড়ুন: Serial Update: ধারাবাহিকেও বিয়ের মরসুম, আবির-টুম্পার সাত পাক কি মোড় ঘোরাবে গল্পের?