কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় (Ram Krishnaa) ফের চাঞ্চল্যকর মোড়। একের পর এক ষড়যন্ত্রের শিকার রাম ও কৃষ্ণা। এবার রোহিনীর নিশানায় রাম, তাকে অফিস থেকে বের করার জন্য সাংঘাতিক কাণ্ড করে বসল সে। (Daily Serial Update)
ভাইরাল ভিডিও, মিথ্যা অভিযোগের বিরুদ্ধে রামের সংগ্রাম
রোহিনী মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী লিলি, তার বসের পরিকল্পনা অনুযায়ী রামকে 'ছায়া আর্কিটেক্টস' থেকে তাড়ানোর জন্য ফন্দি আঁটে। এক ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত করে রামকে। লিলির প্রভাবে, নতুন নিয়োগ পাওয়া প্রিয়ঙ্কা রামকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে। গোটা ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে যায় রাম। এই নিয়ে দ্বিতীয়বার এমন অভিযোগের সম্মুখীন হচ্ছে সে। ঘটনাটি একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায়, রাম, কৃষ্ণা এবং তাদের পরিবারের নামও কলঙ্কিত হয়।
সেই সঙ্গে গোটা বিষয়ে মিডিয়ার উন্মাদনা বাড়তে থাকায় পরিবারের সকলকেও হয়রানির শিকার হতে হয়। এতে রোহিনীর হাত আছে বলে অনুভব করে, কৃষ্ণা তার মুখোমুখি হয়, কিন্তু স্বাভাবিকভাবেই রোহিনী সমস্ত কিছু অস্বীকার করে যায়। বিধ্বস্ত রাম নিজেকে সকলের থেকে আলাদা করে নেয়। এমনকী কৃষ্ণার সান্ত্বনাও প্রত্যাখ্যান করে সে। রাম ভয় পায় যে তার উপস্থিতিতে কৃষ্ণাও কলঙ্কিত হবে।
চারিদিকে ধীরে ধীরে সব যেন তছনছ হতে থাকে। শিবা রামকে বাড়ির মন্দিরে প্রবেশ করতে বাধা দেয়, অম্বা কর্মস্থলে হয়রানির শিকার হয় এবং গসিপে উৎসাহিত প্রতিবেশীরা রাম এবং নারায়ণকে মন্দির থেকে নিষিদ্ধ করার হুমকি দেয়। কিন্তু কৃৃষ্ণা জানে রাম নির্দোষ। এবং সেটা প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ সে। কৃষ্ণা সিদ্ধান্ত নেয় প্রিয়ঙ্কার সঙ্গে সে দেখা করবে। এই সাক্ষাৎ কি কৃষ্ণার উপকার করবে? রাম যে নির্দোষ তা প্রমাণ করতে সাহায্য করবে এই সাক্ষাৎ?
আরও পড়ুন: Fawad Khan: ৮ বছর পর বলিউডে ফিরছেন পাক অভিনেতা ফাওয়াদ খান, বিপরীতে কোন অভিনেত্রী?
এরপর কী হবে তা জানতে অবশ্যই চোখ রাখতে হবে 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় কালার্স বাংলায় এবং যে কোনও সময়ে জিও সিনেমায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।