কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় (Ram Krishnaa) এখন রোম্যান্সের আবহ। রাম সেখানে একেবারে শাহরুখের (Shah Rukh Khan) বেশে, তাহলে কৃষ্ণাই বাদ কাজল (Kajol) হবে না কেন? এবার তাহলে কী দেখা যাবে 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে?


রাম যদি নিজেকে শাহরুখ মনে করে, কৃষ্ণাও কিন্তু কাজলের থেকে কম নয়!


ভালবাসা, এক এমন মায়া যা তৈরি করে দেয় নানা অভিনব কাহিনি। একে অপরকে কাছে পাওয়া, একে অপরের পরিপূরক হয়ে ওঠা, এই সকল কিছুর মধ্যমণি হয়ে থাকে অফুরন্ত ভালবাসা। এই চেতনাকেই তাই সাক্ষী রেখে তৈরি হয় এক বিশেষ মুহূর্ত, যা এখন উপভোগ করছে কালার্স বাংলার রাম আর কৃষ্ণা।


এর আগে দেখা গেছে বলিউডের বাদশাহ, তারকা অভিনেতা শাহরুখ খানকে স্মরণ করে, ধারাবাহিকের নায়ক রাম, কৃষ্ণার সামনে এসে হাজির হন। কিন্তু কোন সাজে? সেই বিখ্যাত 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'-র "রাজ"-এর বেশে। মুখে না বললেও, মন থেকে কৃষ্ণা বেজায় খুশি হয়েছিল। সাধারণ এক পূজারী রাম, সে কিনা হল শাহরুখ খান?


কিন্তু স্বামী যখন এত কাঠখড় পুড়িয়ে তার বউকে খুশি করার চেষ্টা চালায়, বউও বা কি করে তাকে বঞ্চিত রাখে? শুরু হয় কৃষ্ণার পাল্টা নিবেদন। ওই একই সিনেমার মিষ্টি সিমরনের অর্থাৎ কাজলের বেশে। সুইৎজারল্যান্ডের সুন্দর প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছিল রাজ তার সিমরনকে। ঠিক সেভাবেই বাড়ি ফিরে রাম খুঁজে পায় কৃষ্ণাকে তাদের ছোট্ট ঘরে। অবশেষে তারা একে অপরের কাছে আছে। রচনা শুরু হয় তাদের এক নতুন প্রেম কাহিনির।


এর আগে স্ত্রীয়ের মন পেতে শাহরুখ সাজতে আরও এক কাণ্ড করে বসেছিল রাম। ঘরের সকলকে এক অন্য জগতে পাঠিয়ে দেওয়ার জন্য রাম লাড্ডুতে ঘুমের ওষুধ ছিটিয়ে দেয়। তাঁর সেই ফাঁদে পরিবারের সমস্ত সদস্য পা দিলেও, ঠাম্মি কিন্তু এই কৌশলের শিকার হননি। রাম ও কৃষ্ণা যখন একসঙ্গে তাদের সেরা রাতটি কাটাতে যায়, তখন তাদের অত্যন্ত প্রিয় ঠাম্মি, পূর্ণিমা, এসে হাজির হন সেখানে। তারপর? এবার বরের মন জয় করার পালা স্ত্রীয়ের। 


আরও পড়ুন: TMC MP Dev: ‘তাহলে কবে ইন্ডাস্ট্রি ছাড়ছেন?’ প্রশ্ন হিরণের, পাল্টা জবাব দেবের


এই সাধারণ জুটিটির অসাধারণ প্রেমের গল্পে এরপর কী কী হয়, তা জানতে চোখ রাখতে হবে, 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে প্রতিদিন বিকেল সাড়ে ৭টায়, কালার্স বাংলা ও জিও সিনেমায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।