কলকাতা: 'খড়কুটো'-র পরে নতুন ধারাবাহিকে ঋষভ বসু (Rishav Basu)। ধারাবাহিক 'আলোর কোলে' (Alor Kole)-তে ফিরছেন অভিনেতা। এবার দ্বিতীয় নায়ক হিসেবে ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। রাধা, অর্থাৎ ধারাবাহিকের নায়িকার ছোটবেলার বন্ধুর চরিত্রে দেখা যাবে ঋষভকে।
এর আগে মঞ্চাভিনয় থেকে শুরু করে ওয়েব সিরিজ, সিনেমা.. সব জায়গাতেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ঋষভ। আর এবার ধারাবাহিকে রাধার বন্ধুর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছোটবেলায় রাধার সঙ্গে পড়াশোনা করত ঋষভের চরিত্র। সেই সময় থেকেই রাধার ওপর তার ভাললাগা ছিল। কিন্তু রাধাকে সে কখনও কিছু বলেনি। বর্তমানে ঋষভের চরিত্র আইন নিয়ে পড়াশোনা করে উকিল হয়েছে। একটি আইন সক্রান্ত বিষয়ে সাহায্য চাওয়ার জন্য উকিলের খোঁজ করতে গিয়ে রাধা খোঁজ পায় ঋষভের চরিত্রের। এরপরে? নতুন কোনও সমীকরণ কী তৈরি হবে রাধা আর ঋষভের চরিত্রের মধ্যে? সেই গল্পই দেখা যাবে ধারাবাহিক 'আলোর কোলে'-তে।
এর আগে, হইচই (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে অনেকগুলিই কাজ করেছেন ঋষভ। সেখান থেকেই তিনি সুযোগ পান এক দক্ষিণী ছবিতে কাজ করার। শ্রীকান্ত (Srikanta) থেকে শুরু করে 'মহাভারত মার্ডারস', কুমুদিনী ভবন... একাধিক ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেছেন ঋষভ। বাংলা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়ও তিনি। তবে, কেবলমাত্র ওয়েব সিরিজে নয়, বড়পর্দাতেও কাজ করে নজর কেড়েছেন ঋষভ। 'প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা' থেকে শুরু করে 'ভটভটি'.. ঋষভ বিভিন্ন চরিত্রে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। চিনিয়ে দিয়েছেন যে, তিনি কতটা দক্ষ অভিনেতা। পাশাপাশি, মঞ্চেও একাধিক কাজ করছেন ঋষভ। নিয়মিত নাটক ও থিয়েটারের সঙ্গে যুক্ত থাকেন তিনি।
দক্ষিণী ছবিতে কাজ করলেও, বর্তমানে আবার ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋষভকে। এতেই খুশি তাঁর অনুরাগীরা। প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন নতুন চরিত্রে ঋষভকে ও রাধার সঙ্গে তাঁর সমীকরণ দেখার।
আরও পড়ুন: Sonamoni-Honey Bafna: প্রতীকের পরে ছোটপর্দায় ফিরছেন সোনামণিও, জুটি হানি বাফনার সঙ্গে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।