কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় (Ram Krishnaa) এবার দুই প্রতিদ্বন্দ্বিতা! সেই সঙ্গে কর্পোরেট দুনিয়ার ষড়যন্ত্রও সামিল। রোহিনী এবার নতুন কোন পরিকল্পনা করছে রাম ও কৃষ্ণার বিরুদ্ধে?


দুই বোনের প্রতিদ্বন্দ্বিতা ও কর্পোরেট ষড়যন্ত্র, এবার রোহিনীর মহা পরিকল্পনা 


সিঙ্গাপুরে অবস্থিত 'আলেয়া অকশন হাউস' কলকাতায় প্রাচীন জিনিসপত্রের বিক্রয়ের জন্য একটি অকশনের ঘোষণা করেছে। 'ছায়া আর্কিটেক্টস'-এর নতুন মালকিন রোহিনী মুখোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে তার কোম্পানি সেখানে অংশগ্রহণ করবে। অপরদিকে অর্ঘ্য এসে আঁখি আর বিক্রমকে জানায় 'রোহিনী সলিউশন্স'ও এতে অংশ নেবে।


খবরটি জানতে পারে রোহিনী আবার এক নতুন কূটনীতি প্রয়োগ করে। দুই বোন, কৃষ্ণা আর আঁখির মধ্যে রেষারেষি তৈরি করার ফন্দি আঁটেন তিনি। অর্ঘ্য অবশ্য এই সমস্ত বিষয়টির মধ্যে এক টুকরো আশার আলো দেখতে পায়। তার দুই মেয়ে, কৃষ্ণা আর আঁখি এই পুরো বিষয়টা কীভাবে সামাল দেবে, তা নিয়ে একটা নতুন প্ল্যান তৈরি করে।


কী হবে সেই প্ল্যানটা যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না? জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৭টায়, কালার্স বাংলা ও জিও সিনেমায়। 


 






আরও পড়ুন: Neel-Trina: থ্রিলার ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, থাকছেন সৌরভও


এখনও পর্যন্ত যা হয়েছে ধারাবাহিকে...


রোহিনী মুখোপাধ্যায় এখন ছায়া আর্কিটেক্টসের নতুন মালকিন। মালিকানায় হাতবদল হবে এটা সকলের জানা ছিল, কিন্তু রোহিনীকে সেই জায়গায় দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না কারও। এসেই মালকিন রোহিনী মুখোপাধ্যায়ের প্রথম পরিকল্পনা কী? রাম আর কৃষ্ণাকে একসঙ্গে কাজ করতে না দেওয়া। কোম্পানির সকল কর্মচারীদের আলাদা আলাদা টিমে ভাগ করে দিয়ে রোহিনি একটা নতুন বিভাজন তৈরি করে। কিন্তু তাতে আর কিছু হোক না হোক, কাজের চরম ক্ষতি হবে বলে সকলেরই অনুমান।                                


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।