কলকাতা: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)-এর ছোটপর্দায় ফেরার কথা। শুধু তাই নয়, ঘোষণা হয়ে গিয়েছে সম্প্রচারের দিনও। আর এবার, নতুন জুটিতে ছোটপর্দায় ফিরছেন সোনামণি সাহা (Sonamoni Saha)-ও। হানি বাফনা (Honey Bafna) -র সঙ্গে জুটি বেঁধে আসছে নতুন ধারাবাহিক 'শুভ বিবাহ'। সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো।


এই ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, সোনামণির চরিত্রের নাম সুধা। সে নিজে একজন ডিভোর্সি, তবে তাঁর বয়স অল্প। আর সেই কারণেই তার বিয়ের সম্বন্ধ চলছে। তবে প্রত্যেক সম্বন্ধকেই সুধা জানিয়ে দেয়, সে বিবাহবিচ্ছিন্না। আর তাতেই ভেঙে যায় প্রত্যেকটা সম্পর্কই। এমন করেই সুধার সম্বন্ধ আসে তেজ-এর কাছে। তেজ জমিদার বাড়ির ছেলে, সুশিক্ষিত, যোগ্য পাত্রও। কিন্তু সুধা বিবাহবিচ্ছিন্না শুনেই সেই সম্বন্ধ বাতিল করে দেন তেজের মা। 


কিন্তু বিধির বিধান। এক বিয়ে বাড়িসাজাতে সাজাতেই দেখা হয়ে যায় সুধা আর তেজের। এরপরে কোন পথে বইবে তাঁদের সম্পর্ক? সত্যিই কি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন তাঁরা? সেই গল্প নিয়েই আসছে ধারাবাহিক 'শুভ বিবাহ'। এখনও প্রকাশ্যে আসেনি এই ধারাবাহিকের সম্প্রচারের সময়। ছোটপর্দায় ভীষণই জনপ্রিয় প্রতীক ও সোনামণির জুটি। শেষবার 'এক্কা-দোক্কা' ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। তবে এবার একই চ্যানেলে আলাদা আলাদা ধারাবাহিকে জুটি বাঁধছেন প্রতীক ও সোনামণি।


অন্যদিকে প্রতীক জুটি বাঁধছেন নতুন নায়িকার সঙ্গে। নাম রত্নাপ্রিয়া দাস। এই ধারাবাহিকে রত্নাপ্রিয়ার নাম হয়েছে পূজারিণী। অন্যদিকে ধারাবাহিকে প্রতীকের নাম হয়েছে মহারাজ। একজন বোহেমিয়ান জীবনযাপন করা ছেলে যদি প্রেমে পড়ে এক শান্ত, সুশীল, কষ্ট করে সংসার চালানো মেয়ের? কী হয় তারপরে? সেই গল্পই ৭ মে থেকে তুলে ধরবে এই ধারাবাহিক। নাম 'উড়ান'। ২৭ মেয়ে সন্ধে ৮টা থেকে সম্প্রচারিত হবে এই সিরিজ। 


 






আরও পড়ুন: Shah Rukh Khan: মুম্বই ফিরছেন বৃহস্পতিবার, নিতে পারেন কাজ থেকে বিরতি! রবিবার IPL ফাইনালে অনিশ্চিত শাহরুখের উপস্থিতি?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।