কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Sohag Chand)। সম্প্রতি জানা যায় এই ধারাবাহিকে নতুন এক চরিত্রের আগমন ঘটবে। তাঁকে ঘিরে কোন দিকে মোড় নেবে গল্প? এক ঝলকে দেখে নেওয়া যাক 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প? (Daily Serial Update)
কোন দিকে নেবে 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প?
নিজের মনে ব্যাপক দোটানায় পড়েছে চাঁদ। হরিপুর গ্রামীণ ব্যাঙ্কের আয়োজিত ম্যারাথন অংশ নিয়ে বীরদর্পে সেই কথা ঘোষণা করে সে। যদিও, উত্তম ও ইন্দিরা তাকে সাবধান করে দুর্যোধন ও দুর্জয়ের পক্ষে যাওয়ার জন্য। চাঁদকে তারা বারবার অনুরোধ করে তার সিদ্ধান্তটা আরও একবার ভেবে দেখতে। এই টানাপোড়েনের মধ্যে, সোহাগ দৃঢ়ভাবে চাঁদের পাশে দাঁড়ায়। গোপনে সে চুক্তি করে যে এই বন্ধুত্ব সে গোপন রাখবে।
তবে এসবের থেকেও বড় চিন্তা, যদিও, ব্যাঙ্ককর্মী হিসেবে সোহাগের অবস্থান। যার ফলে ম্যারাথনে চাঁদের অংশগ্রহণ একান্তই অন্যায্য হয়ে দাঁড়ায়। এই কঠিন পরিস্থিতিতে, কীভাবে সম্পর্ক ও আকাঙ্ক্ষার জটিলতাগুলি আঁচ করবে সোহাগ এবং সমাধান খুঁজে পাবে?
অন্যদিকে, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এবার নতুন চরিত্রে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী সমতা দাস। ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ সমতাকে ধারাবাহিকে দেখা যাবে বিজয়ার চরিত্রে। কেমন চরিত্র এই বিজয়া?
নির্মাতারা জানাচ্ছেন, বিজয়া খুবই ভীতু প্রকৃতির এবং ঘরোয়া নারী। জীবনের বেশিরভাগ সময়টাই সে কাটিয়েছে বাড়ির চার দেওয়ালের মধ্যে। পড়াশোনা পঞ্চম শ্রেণি পর্যন্ত, সেখানেই ইতি। তার জীবন, তার পৃথিবী, তার জানার পরিধি অত্যন্ত সীমিত। ফলস্বরূপ তার কণ্ঠস্বর পুরোপুরিভাবে এবং খুব সহজেই দমিয়ে দিতে পেরেছে তার স্বামী দুর্যোধনের নিষ্ঠুর আচরণ। তার জীবনের প্রত্যেকদিনই কাটে খুব একাকিত্বের সঙ্গে। তবে সে একেবারে একা নয়, তার সর্বক্ষণের সঙ্গী, তার সৎ ছেলে দুর্জয়ের অপমান ও গঞ্জনা।
আরও পড়ুন: Kali Puja 2023: ‘রাহুল’ থেকে ‘রইস’ মাত্র ২৭ সেকেন্ডে, কালীপুজোয় দূষণ রুখতে রাজ্যের ভরসা শাহরুখ
ধারাবাহিকের গল্প অনুযায়ী, এহেন বিজয়ার জীবনে আশার আলো হয়ে প্রবেশ করবে সোহাগ, তার অনুপ্রেরণামূলক উপস্থিতি নতুন করে বাঁচতে শেখাবে বিজয়াকে। তাদের মধ্যে বন্ধুত্ব হবে এবং সে বিজয়ার ভীরু মোড়কের ভিতরের মানুষটাকে আবিষ্কার করবে। তাদের বন্ধুত্বের মাধ্যমে, বিজয়াও নিজের এক নতুন দিক খুঁজে পাবে যার অস্তিত্ব সে বহুযুগ আগেই ভুলে গিয়েছিল। কিন্তু বিজয়ার এই যে স্বাধীন হয়ে ওঠার ভাবধারা বা জীবনের পথে এগিয়ে চলার চেষ্টা, তাতে কি বাধা হয়ে দাঁড়াবে দুর্যোধন ও দুর্জয়? ফের কি বাধা পড়বে বিজয়ার স্বাধীনতায়? এই সকল প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে 'সোহাগ চাঁদ', প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, কালার্স বাংলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial