কলকাতা: সবে নতুন সপ্তাহ শুরু হয়েছে। এরই মধ্যে ধারাবাহিকের মহাপর্বের ঘোষণা। বাংলা বিনোদনের জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলার (Colors Bangla) ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ (Sohag Chand) এবার দেখা যাবে মহাপর্ব। কী এমন হতে চলেছে ধারাবাহিকে? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?
'সোহাগ চাঁদ' ধারাবাহিকে মহাপর্ব
সায়নের নাম নিয়ে বারবারই সোহাগকে উত্তক্ত্য করে চাঁদ। ফলে চাঁদের ওপর যারপরনাই বিরক্ত সোহাগ। এদিকে সায়ন নিজের অফিসে সোহাগের ছবি টাঙিয়ে রাখতে চায়, এবং এর জন্যই অফিসে টেকা দায় হয়ে উঠেছে সোহাগের। বিরক্ত সোহাগ রেগে গিয়ে চড় কষিয়ে দেয় চাঁদকে। সোহাগের জীবন অতিষ্ট হওয়ার পিছনে সে দায়ী করে চাঁদকে। এই সুযোগে মল্লিকা ও সায়ন ষড়যন্ত্র করে, যাতে সোহাগকে ভুল বুঝতে শুরু করে চাঁদ। ফলস্বরূপ, মল্লিকা এবং সায়ন সহজেই চাঁদকে বিশ্বাস করিয়ে ফেলে যে সেই দ্বিতীয় ব্যক্তি যে সোহাগ এবং সায়নের মধ্যে হস্তক্ষেপ করেন, কারণ সোহাগের তো সায়নকেই বিয়ে করার কথা ছিল, তাকে নয়। সায়নের থেকে লোনের অফার মেনে নেয় চাঁদ, যাতে সোহাগকে ছেড়ে দেয় সে। এক ঘণ্টার মহাপর্বে দেখা যাবে এরপর কী ঘটে।
'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প এক ঝলকে
সোহাগ একজন 'প্লাস সাইজ' আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত 'নিখুঁত' মহিলা হয়ে উঠতে একেবারেই রাজি নয় সে। বলা ভাল, সে বিশেষ ভাবিতও নয় সেই বিষয়ে। সে বিশ্বাস করে যে একদিন সে নিজের 'প্রিন্স চার্মিং'কে খুঁজে পাবে যে তাঁকে তাঁর ভিতরের সৌন্দর্য্যের জন্য ভালবাসবে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস ফ্রিক'। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য এমন একজন পাত্রী খুঁজছে যে সুন্দরী ও নিখুঁত, ভারী ওজনের একেবারেই নয়। যদিও সোহাগ ও চাঁদ ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পের ফেরে তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়। তারপর?
আরও পড়ুন: Shin Splints: পায়ের পেশীতে টান ধরলে কীভাবে যন্ত্রণা দূর করবেন? রইল কিছু ঘরোয়া টিপস