কলকাতা: ছুটি কাটানোর ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোটপর্দার অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী (Anindita Roy Chowdhury)। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আজ তাঁর স্বামী অর্থাৎ অভিনেতা সুদীপ সরকার (Sudip Sarker)-এর জন্মদিন। নীল জলে আলস্য়মাখা ছবি শেয়ার করে সুদীপের উদ্দেশে ভালোবাসার বার্তা দিলেন অনিন্দিতা।
সোশ্যাল মিডিয়ায় সুদীপের ছবি শেয়ার করে অনিন্দিতা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার মহাবিশ্ব। সব খারাপকে ভাল করে একসঙ্গে কাটিয়ে দিতে পারি যেন!' অনিন্দিতার এই মিষ্টি পোস্টে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: Ek Villain Returns: সাদা-কালোর ফার্স্ট লুক, দিশা বলছেন, 'নায়ক নায়িকা নয়, এবার ভিলেনদের গল্প শুনুন'
চলতি বছরে জানুয়ারি মাসে আইনি বিয়ে সারেন সুদীপ ও অনিন্দিতা। মাত্র ৪ মাসের সম্পর্কেই বিবাহের সিদ্ধান্ত নেন এই জুটি। অনিন্দিতা সুদীপের প্রেমের ব্য়পারে অনেকেই জানতেন না। সোশ্যাল মিডিয়াতেও মুখ খোলেননি এই জুটি। কেবল বিয়ের আগের রাতে সোশ্যাল মিডিয়ায় প্রেমের কথা জানিয়েছিলেন অনিন্দিতা আর সূদীপ। পরেরদিন সকালেই বেনারসি সাজে সাজেন অনিন্দিতা, পাঞ্জাবিতে সুদীপ। কলকাতার একটি হোটেলে মুষ্টিমেয় অতিথি অভ্যাগতদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারেন তাঁরা। আপাতত ধারাবাহিকে অভিনয় করছেন তাঁরা দুজনেই। ধারাবাহিকের বন্ধুবান্ধব ও পরিবারের খুব কম সংখ্যক মানুষ উপস্থিত ছিল তাঁদের বিয়েতে।
সুদীপের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা মানালি দে ও। সোশ্যাল মিডিয়ায় প্রথম সুদীপ অনিন্দিতার বিয়ের ভিডিও সামনে এনেছিলেন তিনিই। শুভেচ্ছা জানিয়ে সুদীপকে জামাইবাবু সম্বোধন করেছেন মানালি।