কলকাতা: জনপ্রিয় বাংলা চ্যানেল 'সান বাংলা' (Sun Bangla) নিয়ে আসছে নতুন এক ধারাবাহিক। প্রকাশ্যে এল ছবির চরিত্রদের প্রথম লুক (First Look)। ধারাবাহিকের নাম 'ফাগুনের মোহনা' (Phaguner Mohona)। 


আসছে 'ফাগুনের মোহনা', ধারাবাহিকের প্রেক্ষাপট            


বাঙালি সিরিয়াল প্রেমীদের জন্য নতুন ধারাবাহিক নিয়ে আসছে 'ফাগুনের মোহনা'। এই ধারাবাহিকের গল্প মূলত আবর্তিত হবে এক মহাতারকা ও এক গ্রামের মেয়েকে ঘিরে। দুই প্রধান চরিত্রের নাম আয়ুষ ও রুমঝুম। আয়ুষ পেশায় অভিনেতা, যুবক ও অত্যন্ত সফল কিন্তু প্রচণ্ড দাম্ভিক। অন্যদিকে রুমঝুম সরল, সাদাসিধে গ্রামের একটি মেয়ে। তাঁদের দুজনের জগত এক্কেবারে আলাদা। কিন্তু কপালের লিখন। তাঁদের জীবন যে কখন এক সুতোয় বাঁধা পড়বে তার কোনও আন্দাজই নেই আয়ুষ ও রুমঝুমের। 


আয়ুষের পৃথিবীর রুমঝুম ভিড়ের মধ্যে থাকা একটা মুখ মাত্র। যাঁর অন্য কোনও পরিচিতিই নেই। কিন্তু রুমঝুমের কাছে আয়ুষই তাঁর গোটা পৃথিবী। সে কেবল আয়ুষের একনিষ্ঠ ভক্তই নয়, রীতিমতো তাঁকে আদর্শ মেনে চলে। আর সেই আদর্শের খোঁজেই নিজের গ্রাম ছেড়ে অজানার পথে পাড়ি দেয় রুমঝুম। শেষ পর্যন্ত কি তাঁর আয়ুষের সঙ্গে দেখা হবে? বড় শহরে মানিয়ে নিয়ে থাকতে পারবে রুমঝুম? আয়ুষ ও রুমঝুমের জীবনে কী লেখা রয়েছে?                                                        


অভিনয়ে কারা কারা?


'ফাগুনের মোহনা' ধারাবাহিকে আয়ুষের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ সেনকে। এটিই তাঁর প্রথম বাংলা ধারাবাহিক। অন্যদিকে রুমঝুমের চরিত্রে দেখা যাবে অ্যানমেরি টমকে। এর আগে অপর এক চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করেছেন অ্যানমেরি। কবে থেকে ধারাবাহিক শুরু হবে তাঁর দিন এখনও ঘোষণা না হলেও, জানুয়ারি থেকেই দেখা যাবে এই ধারাবাহিক বলে জানাচ্ছেন নির্মাতারা।


আরও পড়ুন: Happy Birthday Farhan Akhtar: ফারহানের ছোটবেলার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা দিদি জোয়া আখতারের                           


ধারাবাহিকে অন্যান্য চরিত্রে দেখা যাবে কৌশিক বন্দ্যোপাধ্যায়, তুলিকা বসু, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, পিয়ালি বসু, লেখা চট্টোপাধ্যায়, কল্যাণী মণ্ডল, অনামিকা চক্রবর্তী, অরিত্র দত্ত, সুমিত সমাদ্দার, কাঞ্চনা মৈত্র, সঞ্জীব সরকার, রুম্পা ভট্টাচার্যকে। ভিক্টোর পরিচালনায় এই ধারাবাহিকের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী ও তিমির বিশ্বাস। ধারাবাহিকের প্রযোজক ফিরদাসৌল হাসান, প্রবাল হালদার ও কল্লোল দাস।