কলকাতা: জনপ্রিয় বিনোদন চ্যানেল 'আকাশ আট' (Aakash Aath) হাজির হচ্ছে নতুন ধারাবাহিক 'স্বয়ংসিদ্ধা' (Swayamsidha) নিয়ে। শ্রী মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। হয়ে গেল আনুষ্ঠানিক ঘোষণা


আকাশ আটে নতুন ধারাবাহিক, 'স্বয়ংসিদ্ধা'


অনিন্দ্য সরকারের পরিচালনায় মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক। শীঘ্রই শুরু হতে চলেছে এই ধারাবাহিক। শৌভিক মিত্রের চিত্রনাট্য ও  সংলাপ লিখেছেন রাকেশ ঘোষ। 


এক ঝলকে ধারাবাহিকের কাহিনি। ছোটবেলায় অন্যায়ের প্রতিবাদ করায় নিজের গ্রাম ছেড়ে ছোট্ট চণ্ডী, দাদুর সঙ্গে চলে যেতে বাধ্য হয়। চণ্ডীর দাদু একজন স্বাধীনতা সংগ্রামী। দাদুর শিক্ষায় বড় হয়ে ওঠে সে। চণ্ডী পড়াশোনা ও কুস্তি সমস্ত কিছুতেই পারদর্শী। ইংরেজদের বিরুদ্ধে দাদুর লড়াইয়ে চণ্ডী ছিল একজন সৈনিক। ইংরেজদের গুলিতে দাদু মারা গেলে চণ্ডী গ্রামে ফিরে আসে।


গ্রামের মানুষেরা যে কোনও বিপদে চণ্ডীকে পাশে পায়। মেয়েদের শিক্ষা নিয়েই মূলত চণ্ডীর লড়াই। মিশনারীরা বাংলা স্কুল বন্ধ করে মিশনারী স্কুল তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে চণ্ডী প্রতিবাদ করে। গ্রামে গ্রামে রটে যায় তার এই সাহসিকতার কথা। জমিদার হরিনারায়ণের কাছে এই সংবাদ এলে নিজের ছেলের সঙ্গে চণ্ডীর বিবাহ দিতে চান তিনি।


কিন্তু চণ্ডী হরিনারায়ণকে শর্ত দেয় গ্রামে মেয়েদের জন্য স্কুল করে দিলে তবেই সে তার ছেলেকে বিয়ে করবে। হরিনারায়ণ রাজি হন। বিয়ের দিন দেখা যায় হরিনারায়ণের ছেলে শিশুসুলভ। বয়স বাড়লেও বুদ্ধির বিকাশ ঘটেনি। হরিনারায়ণের ছেলে গোবিন্দর সারল্য চণ্ডীকে মুগ্ধ করে। বিয়ের পর চণ্ডী শ্বশুরবাড়িতে এলে বুঝতে পারে গোবিন্দকে তার সৎ মা মাধুরি ও ভাই নিবারণ দিনের পর দিন আফিমের নেশা করিয়ে 'পাগল' সাজিয়ে রেখেছে সম্পত্তির জন্য। হরিনারায়ণ তার প্রথম স্ত্রী অর্থাৎ গোবিন্দর মায়ের মৃত্যুর জন্য গোবিন্দকে দায়ী ভাবে, সেই কারণে গোবিন্দর প্রতি কখনওই যত্নশীল হননি। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নিজের স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কি সক্ষম হবে চণ্ডী? সে কি এক্ষেত্রে হয়ে উঠতে পারবে স্বয়ংসিদ্ধা?


আরও পড়ুন: Nayanthara Movie: সিনেমায় ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ, নয়নতারার বিরুদ্ধে FIR দায়ের


ধারাবাহিরে চণ্ডীর চরিত্রে দেখা যাবে অশ্নি দাসকে। গোবিন্দর চরিত্রে বিশ্ববাসু বিশ্বাস। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন কৌশিক দাস, শ্রেয়সী সামন্ত, দেবনাথ চট্টোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, বাবু দত্ত রায় প্রমুখ। ১৫ জানুয়ারি থেকে এই ধারাবাহিক সোমবার থেকে শনিবার সন্ধ্যা ৭টায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।