কলকাতা: একদিকে গৌরী (Gouri) ও শৈল এবার মুখোমুখি হতে চলেছে, অন্যদিকে 'বিয়ের ফুল' (Biyer Phool) ফুটতে চলেছে সান বাংলা চ্যানেলে। গোটা সপ্তাহে ছোটপর্দার কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)। 


'গৌরী এলো' (Gouri Alo)


নতুন ধারাবাহিকের জন্য সময় বদলে গেল 'গৌরী এল' ধারাবাহিকের। কোন দিকে গল্পের মোড়? জেল থেকে ছাড়া পাওয়ার পরে রাস্তায় রাস্তায় ঘুরে দিন কাটে শৈলর। রাস্তায় সে ভিক্ষা করে। দোর্দণ্ডপ্রতাপ শৈল রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় পাঁচ বছরের ছোট্ট তারার। সেই হয়ে ওঠে শৈলর সবচেয়ে কাছের বন্ধু। হঠাৎ একদিন গৌরীর বাড়িতে এসে পৌঁছয় শৈল। এবার গৌরী আর শৈলর মুখোমুখি হওয়ার পালা। কী হবে তারপর? শৈলর কি বাড়িতে ফিরে সবকিছু মনে পড়া যাবে? উত্তর দেবে ধারাবাহিকের গল্প।


'জগদ্ধাত্রী' (Jagadhatri)


সমরেশের কাকার মৃত্যুর তদন্তের ভার নিয়েছে জ্যাস। অন্যদিকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মুকুটের দামী পাথরও খোয়া গেছে, সেগুলিও তাকেই খুঁজে বের করতে হবে। জগদ্ধাত্রীর বিশ্বাস ওই পাথরগুলি বাড়িতেই কোথাও আছে বা বাড়ির লাগোয়া মন্দিরে রয়েছে। কিন্তু অপরাধী ওই পাথরগুলি ভোগের মধ্যে লুকিয়ে বাইরে পাচার করে দেয়। জগদ্ধাত্রী কি পারবে ওই মূল্যবান পাথরগুলি খুঁজে বের করতে? খুনিকেই বা সে ধরতে পারবে কি?


'রাঙা বউ' (Ranga Bou)


'রাঙা বউ' ধারাবাহিকে ঘটনাবহুল এক ঘণ্টার টানটান মহাপর্ব। কুশকে সঙ্গে নিয়ে প্রমাণ জোগাড় করে মালবিকার মুখোশ খুলে দেয় পাখি। কিন্তু তার এই জয় কি আদৌ দীর্ঘস্থায়ী হবে? না কি অশান্তি আবার বাসা বাঁধবে তার সুখের সংসারে?


'বিয়ের ফুল' (Biyer Phool)


সান বাংলায় আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'বিয়ের ফুল'। পাঁচ ভাই ও তাদের দাদুর গল্প। যুবক বয়সেই বড় ভাই মারা গেছে তাদের। দাদুর আশীর্বাদ ও অধ্যক্ষের ছায়াতলে এই পাঁচ ভাইয়ের জীবন কাটে। তাদের জীবনের একমাত্র লক্ষ্য হল কোনও মহিলার সংস্পর্শে না আসা। দাদুর (চিরকুমার ব্রহ্মচারী) সঙ্গে নাতিরা প্রতিদিন সকালে প্রতিশ্রুতি পালন করে বিয়ে না করার। নারীদের থেকে তাদের দূরে থাকার পেছনে একটি বড় কারণ হচ্ছে অতীতের এক দুর্ঘটনা। কী সেই দুর্ঘটনা? কী ঘটবে এই ধারাবাহিকে আগামীদিনে?