কলকাতা: দীপার (Dipa) সঙ্গে এবার সোনা ও রূপাকেও চিরকালের মতো হারিয়ে ফেলবে সূর্য (Surjo)? পৌলমী (Poulomi) কি বুঝতে পারবে যে পূর্বজন্মে সেই ছিল পঞ্চমী? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)।
'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa)
দীপা ও রূপাকে দীপের অন্নপ্রাশনে আমন্ত্রণ জানায় সূর্য। সকলের সামনে দীপার পর্দাফাঁস করার পরিকল্পনা ছিল তার। সূর্য ফের দীপাকে ভুল বোঝে এবং ফলস্বরূপ দীপা নিজের সঙ্গে সোনাকেও নিয়ে চলে যায়। দীপা এবার সোনা ও রূপার সঙ্গে ঝুলন উদযাপনের পরিকল্পনা করে। এই সুযোগের সম্পূর্ণ সুযোগ নেওয়ার চেষ্টা করে মিশকা এবং ফের সূর্যর কাছে আসার চেষ্টা করে। এবার কি সত্যিই সূর্য চিরকালের মতো দীপা, সোনা ও রূপাকে হারিয়ে ফেলবে?
'হরগৌরী পাইস হোটেল' (Horogouri Pice Hotel)
গোটা ঘোষ বাড়ির সকলে মিলে ঝুলন উদযাপনের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হরগৌরী হোমস্টে-তে যে দুষ্কৃতীদের দল থাকছে তারা ঐশানী ও তার পরিবারকে বন্দি করে ফেলে। এই দলের থেকে নিজের পরিবারকে এবার কীভাবে বাঁচাবে ঐশানী? শঙ্কর কি ঐশানীর সাহায্যে এগিয়ে আসবে? ঐশানীর নতুন হোমস্টে ভেঞ্চারের ভবিষ্যৎ কী হবে এবার?
'বাংলা মিডিয়াম' (Bangla Medium)
দিগন্ত আর নিবেদিতার পুনর্মিলন হয় তাদের বিবাহবার্ষিকী উদযাপনের মাঝে। এরই মাঝে ইন্দিরা খবর পায়, তার গ্রামের স্কুলে এক প্রভাবশালী ব্যক্তি বল প্রয়োগ করে সেটি বন্ধ করে দিয়েছে। আর সেই স্থানেই একটা ইংরেজি মাধ্যম স্কুল করতে চাইছে যেখানে গ্রামের ছাত্রদের বাংলায় পড়ার কোনও অধিকার নেই। ইন্দিরা তৎক্ষণাৎ গ্রামের উদ্দেশে রওনা দেয়। এইবার ইন্দিরার নতুন লড়াই শুরু।
'পঞ্চমী' (Ponchomi)
পঞ্চমী আর চিত্রা গুরুদেবের কাছে গিয়ে জানতে পারে যে গতজন্মে তারা ইচ্ছাধারী সাপ ছিল। অন্যদিকে বাড়িতে স্নিগ্ধার বিয়ে হয় মন্দিরে। সেটা দেখে পৌলোমীর মনে পড়ে অনেক বছর আগে ওর সঙ্গেও এরকম ঘটনা ঘটেছিল। পৌলোমী কি জানতে পারবে যে ওই গতজন্মে পঞ্চমী ছিল?
আরও পড়ুন: Big B on 'Ghommer': 'চোখের জল বাঁধ মানেনি', ছেলের 'ঘুমর' ছবি দেখে আপ্লুত অমিতাভ বচ্চন
'কার কাছে কই মনের কথা' (Kaar Kachhe Koi Moner Kotha)
ধারাবাহিকের একেবারে শুরু থেকেই দেখা যায়, শিমুলের প্রতি কার্যত বিরুপ মধুবালা। গায়ের রঙ থেকে শুরু করে তার স্বভাব, সবসময়েই তার সঙ্গে ছলে বলে কৌশলে খারাপ ব্য়বহার করে শাশুড়ি। আগামীতে ধারাবাহিকে দেখা যাবে, পাড়ার অনুষ্ঠানে শাশুড়িতে গোপন করে অংশ নেবে শিমুল। কিন্তু কেন শিমুলের ওপর এতটাই বিরক্ত তার শাশুড়ি, ধারাবাহিকে আপাতত সেই গল্পই তুলে ধরা হচ্ছে আস্তে আস্তে। তারপর কী হবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial