কলকাতা: তিন্নিকে জব্দ করতে গিয়ে পর্ণা কোন আজব কাণ্ড ঘটিয়ে ফেলল? শীল বাড়িতে ভুয়ো ডাকাতির কিনারা করতে পারবে পাখি? গোটা সপ্তাহে ছোটপর্দার কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)। 


'নিম ফুলের মধু' (Neem Phooler Madhu)


তিন্নিকে জব্দ করতে চায় পর্ণা, আর সেই করতে গিয়ে আজব কাণ্ড ঘটিয়ে বসে সে। এখন তিন্নি সৃজনের বস। সে সৃজনকে বাধ্য করে তার সঙ্গে রেস্তোরাঁয়া যেতে, পার্লারে যেতে। পর্ণা সৃজনের এই অবস্থা দেখে নিজেকে আর আটকে রাখতে পারে না। সোজা চলে যায় পার্লারে। সেখানে গিয়ে পার্লারের কর্মী সেজে যে তিন্নির মাথায় এমন এক জেল লাগিয়ে দেয় যাতে তিন্নির সব চুল খাড়া হয়ে ওপরে উঠে যায়। 


'গৌরী এলো' (Gouri Elo)


'গৌরী এলো' ধারাবাহিকে এখন গল্পের নয়া মোড়। শৈলর ওপর এল টাকা চুরির অভিযোগ। এবার কি শাস্তি পাবে শৈল?


'রাঙা বউ' (Ranga Bou)


শীল বাড়িতে হয়ে গেল ভুয়ো ডাকাতি। ডাকাতির পেছনে সত্যি খুঁজে বের করতে পারবে কি পাখি?


'ফুলকি' (Phulki)


রোহিতেরই সুপার মার্কেটে কাজ করে ফুলকি। এদিকে ফুলকির বাবা, যিনি খুব একটা সুবিধার মানুষ নন, সে বারবার টাকা চাইতে থাকে মেয়ের কাছে। ফলে বাধ্য হয়ে ফুলকি রোহিতের কাছে হাত পাতে। কিছু টাকা অ্যাডভান্স চায় সে। কিন্তু চাকরিতে সদ্য যোগ দেওয়া ফুলকিকে অ্যাডভান্স দিতে অস্বীকার করে রোহিত। অন্যদিকে ফুলকিকে রায় চৌধুরী বাড়িতে নিয়ে আসে জেঠু। রুদ্ররূপের নতুন ষড়যন্ত্র অনুযায়ী সে ফুলকিকে ভাঁড়ার ঘরে ডেকে আনে আর রোহিতকে নেশাগ্রস্ত করায়। 


আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?


'রূপসাগরে মনের মানুষ' (Roopsagore Moner Manush)


অন্যদিকে নতুন ধারাবাহিকের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে করল সান বাংলা। নতুন ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray), দীর্ঘদিন পরে ছোটপর্দায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন অঞ্জনা বসুও (Anjana Basu)। এসভিএফ টেলিভিশনের নতুন কাজ, সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ' (Roopsagore Moner Manush)। ধারাবাহিকে নায়কের চরিত্র থাকলেও এখনও প্রযোজনা সংস্থার তরফ থেকে তাঁর সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি প্রকাশ্যে আনা হয়নি তাঁর মুখও।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial