কলকাতা: তরুণ ক্রিকেটারের (cricketer) মৃত্যুরহস্যের (mysterious death) উন্মোচনে মিলল নতুন প্রমাণ। অন্যদিকে আবির (Abir) ও ঝিলমিলের (Jhilmil) সম্পর্কে নতুন ঝড়। তাঁরা খবর পেয়েছে অহনা (Ahana) বেঁচে আছে। গোটা সপ্তাহে ছোটপর্দার কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)।


জগদ্ধাত্রী (Jagadhatri)


তরুণ ক্রিকেটারের মৃত্যুরহস্যে মন্ত্রী তুষার তীর্থ ও তাঁর ছেলে কি জড়িত? সেই নিয়ে নতুন প্রমাণ এসে পৌঁছল জ্যাসের হাতে। মৃত ক্রিকেটারের ফোনের কল রেকর্ডিং থেকে কী এমন জানতে পারল জ্যাস? অন্যদিকে সাংভির শ্বশুরবাড়ির লোকজন রাতের অন্ধকারে লুকিয়ে জগদ্ধাত্রীর সেই বাড়িতে ঢোকা নিয়ে সাংভিকে যারপরনাই অপমান করেন। পাল্টা তাঁদের যোগ্য জবাব দেয় জগদ্ধাত্রী।


তোমার খোলা হাওয়া (Tomar Khola Hawa)


অহনা বেঁচে আছে। এই খবর শোনামাত্রই ফের ঝড়ের মুখোমুখি আবির ও ঝিলমিলের সম্পর্ক। একে অপরকে ভালবাসা সত্ত্বেও কি এবার দূরে সরে যেতে হবে আবির ও ঝিলমিলকে? অহনাকে আবির বাড়িতে নিয়ে আসার পর ঝিলমিল কী করবে? আবির কি ঝিলমিলকে বাড়ি থেকে চলে যেতে দেবে নাকি অহনাকে সত্যিটা খুলে বলবে?


রামপ্রসাদ (Ramprasad)


রামপ্রসাদ ও সর্বাণীর ফুলশয্যা আটকাতে নতুন পরিকল্পনা তৈরি করে সিদ্ধেশ্বরী। সে বাড়িতে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করে। এবং এর জন্য সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব সে দেয় সর্বাণীর কাঁধে। সেই সঙ্গে তাঁকে ৫১ পদ রাঁধতেও বলা হয়। এই কাজ কি নিপুণভাবে সম্পন্ন করতে পারবে সর্বাণী? ব্রাহ্মণদের তুষ্ট করতে সক্ষম হবে সে? অন্যদিকে বাড়ি থেকে মা কালীর মূর্তি নিয়ে যাওয়ার ব্যাপারেও যথেষ্ট কষ্টে রয়েছে সর্বাণী। সে কি মায়ের মূর্তি ফিরিয়ে আনতে পারবে? মা কালী কি ফিরবেন ওই বাড়িতে?


নিম ফুলের মধু (Neem phooler madhu)


নীলাঞ্জনার সঙ্গে পর্ণার ছোট কাকার বিয়ে হয়। এই বিয়েকে সামাজিক স্বীকৃতি দিতে এক বিশেষ উপায় বের করে সে। কিন্তু তা সত্ত্বেও কি শেষরক্ষা হবে? 


আরও পড়ুন: Summer Sunscreen Benefit : সানস্ক্রিন কি আদৌ রোদের হাত থেকে ত্বককে বাঁচায় ?


মুকুট (Mukut)


বাড়িতে জমে উঠেছে আইবুড়োভাতের অনুষ্ঠান। সেই জমজমাট অনুষ্ঠান থেকে সকলের চোখের আড়াল হয়ে অয়ন পৌঁছে যায় মুকুটের অফিসে, তাও আবার ছদ্মবেশে। কোন তথ্য প্রমাণ খুঁজতে চেষ্টা করছে মুকুট?