নয়াদিল্লি ও মুম্বই:‘উড়তা পঞ্জাব’ নিয়ে সেন্সর বিতর্ক নিয়ে এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন সিনেমার প্রযোজকরা। তাঁরা সিনেমা সম্পর্কে সেন্সর বোর্ডের রিভিউ কমিটির রিপোর্টের প্রতিলিপি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, রিভিউ কমিটির রিপোর্ট অনুসারে ছবি থেকে ৮৯টি দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ দেয় সেন্সর বোর্ড। সেইসঙ্গে ছবি থেকে পঞ্জাব সংক্রান্ত সমস্ত তথ্য সরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। সেন্সর বোর্ডের এই ফরমানে প্রচণ্ড ক্ষুব্ধ হন সিনেমার অন্যতম প্রযোজক অনুরাগ কাশ্যপ। তিনি গতকাল এক টুইটে বলেন, মনে হচ্ছে এটা যেন উত্তর কোরিয়া।
এর জবাবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর বলেন, এখানে কিন্তু আমাদের ভোটাধিকার রয়েছে।
গ্যাংস অফ ওয়াসিপুর-এর পরিচালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও টুইট করেছেন। তাঁর দাবি, সেন্সর বোর্ডের এই নিষেধাজ্ঞা অবিলম্বে যেন তুলে নেওয়া হয় তাঁর ছবির ওপর থেকে। এছাড়াও তাঁর ফোনের কোনও উত্তর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অরুণ জেটলি এবং প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর দেননি তাও জানতে চেয়েছেন কাশ্যপ।
এদিকে সেন্সর বোর্ডের বিরুদ্ধে তাঁর এই লড়াইকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টার তীব্র বিরোধিতা করেছেন কাশ্যপ। তিনি বলেছেন, ইউপিএ সরকারের আমলেও তিনি সেন্সরশিপ ইস্যুতে অনেক বেশি লড়াই করেছেন। কিন্তু তখন সেন্সর বোর্ডে পহলাজ নিহালনির মতো কেউ ছিলেন না।
এভাবে কাশ্যপ স্পষ্ট করে দিতে চেয়েছেন, তাঁর লড়াইটা বোর্ডের প্রধান নিহালনির বিরুদ্ধে। কিন্তু এই বিতর্ক নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কাশ্যপ।
কাশ্যপের অভিযোগ, তাঁকে কংগ্রেস বা আম আদমি পার্টির এজেন্ট হিসেবে তুলে ধরার জন্য কোনও একটি বিশেষ দলের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চলছে। তিনি একে ‘পেড ট্রোল’ আখ্যা দিয়েছেন।
এখনও পর্যন্ত এই ঘটনায় কি অগ্রগতি হয়েছে দেখে নেওয়া যাক
১. ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ হতাশ হয়ে জানিয়েছেন, তিনি সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মোদীকে একটি টুইট করেছেন। সেখানে তিনি জানতে চেয়েছেন গত দশ দিন অরুণ জেটলিকে একাধিকবার ফোনে চেষ্টা করলেও তিনি কেন তাঁর ফোন ধরেননি।
২. সেন্সর বোর্ডের রিভিউ কমিটি ছবি থেকে ৮৯টি দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে। শুধু এখানেই থামেনি সেন্সর বোর্ড। ছবি থেকে পঞ্জাব সংক্রান্ত সমস্ত তথ্য সরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তার উত্তরে কাশ্যপ স্পষ্ট জানিয়ে দেন, এটা একেবারেই সম্ভব নয়।
৩. এই পরিস্থিতির জন্যে তিনি সরাসরি সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালানিকে দায়ী করেছেন। তিনি সেন্সর বোর্ডের প্রধানের বিরুদ্ধে সরাসরি তোপ দেগে বলেছেন, তিনি একনায়কতন্ত্র সৃষ্টির চেষ্টা করছেন । তবে কাশ্যপের আক্রমণের মুখেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন পহেলাজ নিহালানি।
৪. তবে গোটা বলিউডই প্রকাশ্যে কাশ্যপের সমর্থনে মুখ খুলেছে।
৫. অনেক সমালোচকরাই এই ঘটনাকে আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচনের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, সেখানকার শাসক দল ইচ্ছাকৃতভাবে সত্যি ঘটনাকে আড়াল করার জন্যে এই কাজ করেছে।
৬. এপ্রসঙ্গে কংগ্রেস সহ-সভপতি রাহুল গাঁধী মন্তব্য করেছেন, পঞ্জাবে মাদক চক্র এক বড় সমস্যা। সেখানে এই ছবির ওপর সেন্সরের কোপ ফেলে সেই ঘটনাকে আড়াল করা যাবে না।
৭. এদিকে অনুরাগ কাশ্যপ নিজে সমস্ত রাজনৈতিক দলকে এই বিতর্ক থেকে সরে থাকতে বলেছেন। তাঁর দাবি, এটা তাঁর গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার ও সেন্সর বোর্ডের হস্তক্ষেপের লড়াই।
৮. আজ পরিচালক শ্যাম বেনেগাল-এর জন্যে এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
‘উড়তা পঞ্জাব’: মোদীকে টুইট, সেন্সর বিতর্কে মুম্বই আদালতের দ্বারস্থ অনুরাগরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2016 08:07 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -