৬৫ বছরের অভিনেতার এই মন্তব্য ভালভাবে নেননি রাজেশ কন্যা অভিনেত্রী-লেখিকা টুইঙ্কল খন্না। তিনি নাসিরউদ্দিনকে টুইটারে পাল্টা তোপ দেগে বলেন, একজন জীবীত মানুষকে সম্মান করতে না পারলেও, একজন মৃত মানুষকে সম্মান করুন। মৃত মানুষ যিনি উত্তর দিতে পারবেন না, তাঁকে আক্রমণ করাই অত্যন্ত নিম্নরুচির।
টুইঙ্কলকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। তিনি লিখেছেন
রাজেশ খন্নাকে উদ্দেশ্যে করেই বলিউডে 'সুপারস্টার' শব্দটি তৈরি হয়েছিল। ২০১২ সালের জুলাইয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে তাঁর। তিনি সাতের দশকে বলিউডকে একের পর এক ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়েছেন। ১৯৬৯ সালে ‘ইত্তেফাক’ দিয়ে শুরু তাঁর হিটের সফর। তারপর ‘আরাধনা’, ‘কাটি পতঙ্গ’, ‘সফর’, ‘আনন্দ’, ‘সাচ্চা ঝুটা’, ‘হাতি মেরে সাথি’, ‘অমর প্রেম’, ‘নমক হারাম’, ‘প্রেম নগর’, তালিকা অন্তহীন। প্রতিটি ছবির হাত ধরেই হিটের মুখ দেখেছে বক্সঅফিস। ডিম্পল কপাডিয়াকে বিয়ে করেছিলেন। তাঁদের দুটি সন্তানও রয়েছে। টুইঙ্কল এবং রিঙ্কি খন্না। টুইঙ্কলের বিয়ে হয়েছে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে।