নয়াদিল্লি: আসন্ন রিও অলিম্পিকের চূড়ান্ত প্রস্তুতির জন্য কানাডার মন্ট্রিলে পৌঁছে গেলেন টেনিস নক্ষত্র সানিয়া মির্জা। আজ ভোরে তিনি মন্ট্রিলে পৌঁছেছেন। জেটল্যাগের ফলে ক্লান্তি থাকলেও, এখানে এসে তাঁর ভাল লাগছে ট্যুইটারে লিখেছেন সানিয়া।



এবারের অলিম্পিকে মহিলা ডাবলসে প্রার্থনা থোম্বারের সঙ্গে খেলবেন সানিয়া। মিক্সড ডাবলসে তাঁর পার্টনার রোহন বোপান্না। তিনি এবারের অলিম্পিকে ভাল পারফরম্যান্সের আশা করছেন।

২০০৮ ও ২০১২ অলিম্পিকেও যোগ দিয়েছিলেন সানিয়া। তবে তিনি বিশেষ কিছু করতে পারেননি। লন্ডন অলিম্পিকে অবশ্য লিয়েন্ডার পেজের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন সানিয়া। কিন্তু অলিম্পিক পদক অধরাই থেকে গিয়েছিল। ২৯ বছর বয়সি এই তারকার হয়তো এটাই শেষ অলিম্পিক। রিও-তে পদক জিততে না পারলে হয়তো এই গৌরব অর্জন করতে পারবেন না তিনি। সেই কারণেই রিও-তে ভাল পারফরম্যান্স করতে মরিয়া হয়ে উঠেছেন হায়দরাবাদের এই তারকা।